
মাঈন উদ্দিন মুন্সি, চাঁদপুর
মঙ্গলবার চাঁদপুর জেলা জজ ও দায়রা জজ আদালতে শুনানি কালে এডভোকেট আব্দুল মান্নান খান মহিন হৃদরোগ আক্রান্ত হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আসর বাদ জানাযার নামাজে উপস্থিত ছিলেন সকল বিচারক মন্ডলী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী ও সেক্রেটারি মেহেদী হাসান জসিম সহ সকল এডভোকেটগন।
মুক্তির লড়াই ডেস্ক : 























