
মাইন উদ্দিন মুন্সি, কোর্ট রিপোর্টার (চাঁদপুর)
চাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জাতীয়তাবাদী দলের জেলা সভাপতি ফরিদ আহম্মেদ মানিক, আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাদের পলাশ, উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এমনকি উপস্থিত ছিলেন শ্রমিক দলের বিভিন্ন পেশাদার শ্রমিক।
উক্ত আলোচনা সভায় সবাই ধাপে ধাপে শ্রমিকদের ন্যায্য পাওনা সম্পর্কে গুরুত্ব আরোপ করেন। শ্রমিকদের প্রতি সকল পেশার সকল মানুষ সহানুভূতিশীল ও আন্তরিকতার সাথে চলাফেরা, কথাবার্তা, আচার-আচরণ ও তাদের পাওনাদির বিষয় আজকের এই আলোচনা সভায় আলোচনা করেন।
শ্রমজীবী শ্রমিকদের আলোচনার সাথে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ সম্পর্কেও আলোচনা সভায় আলোচনা হয়। উক্ত আন্তর্জাতিক মে দিবস আমরা বিগত দিনে পালন করে আসছি আজও করছি, ভবিষ্যতে পালন করে যাব। শ্রমিকদের সাথে সদাচরণ, সদ্ব্যবহার ও তাদের পাওনার বিষয় কোন ধরনের কৃপণতার না করতে আমরা অঙ্গীকারবদ্ধ।