
মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর সংলগ্ন মহানন্দা নদীর মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতুতে অতিরিক্ত টোল আদায়ে রাস্তা অবরোধ করা হয়। শরিবার দুপুরে টোল ঘেরাও করে রাস্তা অবরোধ করে রিক্সা চালকরা। পরে সদর মডেল থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।
রিক্সা চালকদের দাবি রিক্সার টোল ফ্রী করা হোক।
এ সময় রাস্তা অবরোধকারি রিক্সা চালকরা অভিযোগ করে বলেন আমরা বিশ টাকার ভাড়া নিয়ে যদি যাওয়া আসায় বিশ টাকা টোলদি তাহলে আমাদের রিক্সা চালিয়ে লাবকি।
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ব্রিজের রিক্সায় বার্তি টোল আদায়ে টোল ঘর ঘেরাও করেছে রিক্সা চালকরা।
নামের এক রিক্সা চালক বলেন, এতদিন আমরা ৫ টাকা করে দিয়ে এসেছি। কিন্তু নতুন মালিকেরা এসে প্রথম দিন থেকেই হঠাৎ করে তা বাড়িয়ে জোরপূর্বক ১০ টাকা আদায় করা হচ্ছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























