মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে ২২ টি সিমকার্ড ও দুইটি মোবাইল ফোন সহ
মোঃ মনিরুল ইসলাম জনি (৩৭) নামের
এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সে গোমস্তাপুর থানার শুক্রবাড়ী এলাকার মোঃ জালাল উদ্দিন এর ছেলে।
এসআই (নিঃ) মোঃ আসগর আলী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ শনিবার ভোররাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মনিরুল ইসলাম জনিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২২ (বাইশ) টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড {১৯ টি সক্রিয় ও ০৩ টি নিষ্ক্রিয়) এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সে প্রবাসী, মৃত ব্যক্তি, লেখা পড়া না জানা বয়স্ক লোক সহ বিভিন্ন লোকজনের নামে রেজিস্ট্রেশন কৃত উক্ত ভুয়া সিম কার্ড গুলো ব্যবহার করে নিজেকে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রলোভন দেখিয়ে মহিলা সহ সাধারণ লোকজনের সাথে প্রতারণার করে আসছিল।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।