মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের বরখাস্তকৃত টিপু চেয়ারম্যানকে ছুটির দিনে এসে দাপ্তরিক কাজ করতে দেখা যায়।
এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
গত ৭ জুলাই চেয়ারম্যান মোঃ শাহীদ রানা টিপুকে তাঁর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
এরপর থেকেই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে তাকে আর দেখা যায়নি। হঠাৎ করেই সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সরকারি ছুটির দিনে ইউপি চেয়ারম্যান টিপু তার লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় কাউন্সিলের সামনে থাকা তার লোকজনদের তিনি বলেন, আমার বরখাস্তের নির্দেশনা উঠানো হয়েছে। এখন থেকে আর কোন সমস্যা নেই।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, টিপু চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঢুকে তার কক্ষে প্রবেশ করেন। এ সময় টিপু চেয়ারম্যানের লোকজন কার্যালয়েই মাংশ, ভাত ও তরকারী রান্না করে খাওয়া দাওয়া করেন।
প্রতিবেদককে টিপু চেয়ারম্যান বলেন, সবকিছুই ঠিকঠাক আছে, তাই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসে অফিস করছি। এখন থেকে আর কোন সমস্যা নেই, নিয়মিত অফিস করবো। গত রবিবার তিনি জন্ম নিবন্ধনের কাগজেও সই করেন।
স্থানীয় সরকারের উপপরিচালক উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও মুঠোফোনে প্রতিবেদককে বলেন, মন্ত্রণালয় থেকে এখনো কোন কাগজ হাতে পাইনি, কাগজ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্যঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে টিপু চেয়ারম্যানের বরখাস্তের নির্দেশনা জারি করা হয়েছিল। ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখের ৮৭৯ স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়ছিল।
তার বিরুদ্ধে উত্তরবঙ্গে মাদক ব্যবসা একাধিক হত্যা মামলা ও বালি দস্যুতার অভিযোগ রয়েছে।