
মোঃ সোহেল আমান
রাজশাহী বিভাগীয় প্রধান
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার রানিহাটি ইউনিয়নে ৫ নাম্বার ওয়ার্ডের কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আতাউর ইসলাম এর উপর স্কুলে গিয়ে কিশোর গাংয়ের হামলা। কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের কেজি স্কুলের সামনে ক্লাবে বসে সকাল থেকে রাত্রি ১ টা পর্যন্ত নেশার আসর বসে কিশোর গ্যাংয়ের। কৃষ্ণগোবিন্দ পুর উচ্চ বিদ্যালয়ে ঢুকে ছাত্রকে পিটালো কিশোর গ্যাংয়ের সদস্যরা
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দ পুর উচ্চ বিদ্যালয়ে
প্রবেশ করে বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থায় বিদ্যালয়ের ভিতরেই ৮ম শ্রেণীর ছাত্রকে পিটানোর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বিদ্যালয়ে প্রবেশ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা কৃষ্ণগোবিন্দ পুর উচ্চ বিদ্যালয়ের মোঃ নাজিম আলীকে বেধরক মারধর করেন বলে জানা গেছে। নাজিম কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র।
এ বিষয়ে কৃষ্ণগোবিন্দ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলাম বলেন আজ সকালেই তাদের গতকালের একটা মারামারির বিষয় সমাধান করে দেয় তারপরেও আবার এক ছাত্রকে মারধর করেছে বলে শুনেছি, গত ৩ দিন থেকে দেশী অস্ত্র, বোমা নিয়ে স্কুলে প্রবেশ করে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ বিষয়ে কোন আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তররে প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলাম বলেন, স্কুলের গভনিং বডির মিটিং এ আলোচনা করে সিদ্ধান্ত নেব।
এই বিষয়ে মুখ খুলতে নারাজ ঐ স্কুলের অনান্য শিক্ষক এবং ছাত্ররা।নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, আমরা সকল শিক্ষকরা খুব আতঙ্কের মদ্ধে আছি। ঐ সব সন্ত্রাসীদের
বিরুদ্ধে যেই কথা বলুন তার উপরেই নির্যাতন করে।
সরজমিনে তদন্তে করে জানাযায়, স্থানীয় পাঁচ নাম্বার ওয়ার্ড অলি মেম্বারের ছত্রছায়ায় রানীহাটি ইউনিয়নের মুদিপাড়া এলাকার অহেদ (১৪), কাইঠাপাড়া রবিন-১৭, মাইলকারপাড়া জিন্নাত-১৭, চকলামপুর বিশ্বাসপাড়া জনি-২৪ পিতা কাশেম সহ কিশোর গ্যাংয়ের সদস্যরা অনৈক অপরাধ ঘটিয়ে চলেছে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























