মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে মোঃ বাবুল উদ্দীন সরদার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নি:) মোঃ মাহাফুজুর রহমান এর নেতৃত্বে আসামি ১। মোঃ হাসান আলী @ আবুল হাসান (১৯) পিতা – মোঃ সাইদুর সাং তারাপুর ঠুটাপাড়া থানা- শিবগঞ্জ ২। শ্রী প্রদীপ দাস (২৬) পিতা – শ্রী আনান্দ রবি দাস সাং বারোঘরিয়া রবিদাস পাড়া, থানা- সদর মডেল উভয় জেলা – চাঁপাইনবাবগঞ্জ দ্বয় কে ইং ১১/১২/২৩ তারিখ ১৪:১০ ঘটিকায় সদর মডেল থানাধীন পৌরসভাস্থ নয়াগোলা মোড় থেকে ৪৯ (ঊনপঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল,৩ টি মোবাইল ফোন ও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল সহ আটক করা হয়।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।