এম এস আমান, চাপাঁই নবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ কুখ্যাত ভটা চোর দল-বল সহ গ্রেফতার হয়েছ।
শনিবার রাত তিনটার সময় নাচোল থানার নেতেৃত্ব একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর শিবগঞ্জ গোমস্তাপুর থানা এলাকায় এবং রাজশাহী মহানগর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৪ জন কুখ্যাত চোরের সদ্দার সহ তাদের গ্রেফতার করতে সক্ষম হন নাচোল থানা পুলিশ।তাদের দেওয়া তথ্য ও জবানবন্দী হেফাজত হতে মোট ৫ ভরি ৫ আনা স্বর্ণ, চোরাই স্বর্ণ বিক্রির ৪৩,৮০০/- টাকা, চোরাই কাজে ব্যবহৃত ২ টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোন একটি টিপ চাকু উদ্ধার করা হয়। তাদের নিকট হতে।