টাঙ্গাইল সদর কাগমারা ক্লাব রোড এলাকায় ধারালো ছুরি ও আট হাজার টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল-টিম ১১ডিউটি করা কালীন সময়ে এলাকায় ছিনতাই ও চুরি ডাকাতি রোদকল্পেবিশেষ অভিযানকালীন সময়ে টাংগাইল জেলার সদর থানার বড় আকুর টাকুর পাড়ার মোঃ আলহাজ আকন্দ (২৪)পিতার নাম মোঃ জয়নার আবেদীনকে কাগমারা ক্লাব রোড সংলগ্ন এলাকা হতে আট হাজার টাকার জাল নোট ও ধারালো ছুরি সহ গ্রেপ্তার করা হয়েছে।থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া পিপিএম এর নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
জানায়, গ্রেপ্তার কৃত মোঃ আলহাজ আকন্দের সুনিদিষ্ট কোন পেশা নাই। ডাকাতি ও ছিনতাই করিয়া জীবিকা নির্বাহ করিয়া থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ ক- এর (খ)ধারায় অপরাধ করায় (মামলা নং ২৫) ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫- ক এর (খ) মামলা রুজু করা হইয়াছে।গ্রেফতারকৃত আসামীকে ০৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে ০৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।