
টি. আর. দিদার
কুমিল্লার চান্দিনা করোনা ভাইরাসে আক্রান্ত এক শিক্ষার্থীর পরীক্ষা সম্পূর্ণ আলাদা একটি কক্ষে গ্রহণ করা হয় । তার জন্য আলাদা পরিদর্শক নিয়োগ করা হয়। সে চান্দিনা মহিলা কলেজ এর শিক্ষার্থী।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন- আজ বৃহস্পতিবার (২৬ জুন) চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী নিজেই করোনা পজেটিভ রিপোর্ট দেখায়। কেন্দ্র সচিব বিষয়টি আমাকে জানালে তাকে বিশেষ ব্যবস্থাপনায় আলাদা কক্ষে আলাদা পরিদর্শক নিয়োগ করে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করি।
তিনি আরও জানান- করোনা ভাইরাস সতর্কতা অবলম্বনে পরীক্ষা কেন্দ্রে সকলকে মাস্ক পরিধান করার জন্য জেলা প্রশাসক স্যার নির্দেশ প্রদান করেছেন। তাই প্রথম দিনের পরীক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা প্রতিটি কেন্দ্রে মাস্ক বিতরণ করেছি। আগামী পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক পরিধান বাধ্যতামূলক বলে প্রতিটি কক্ষে ঘোষণা করা হয়েছে।