টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন না করায় কুমিল্লার চান্দিনা উপজেলার ২নং বাতাঘসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদেকুর রহমান এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর বাতাঘাসী ইউনিয়নের তিনজন বীর মুক্তিযোদ্ধা ওই চেয়ারম্যানের বিরুদ্ধ অভিযোগ দায়ের করেন গত ২৪ আগস্ট।
অভিযোগপত্রে তাঁরা বলেন, চলতি বছরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার সরকারি নির্দেশনা থাকলেও তা পালন করার কোন ব্যবস্থা নেয়নি বাতাঘাসি ইউনিয়ন পরিষদের ওই চেয়ারম্যান। রাষ্টীয় এমন গুরুত্বপূর্ণ দিবস পালন না করে ওইদিন চেয়াম্যান তার বাড়িতে কেক কেটে আনন্দ উৎসব পালন করার জনশ্রুতির বিষয়টিও অভিযোগে উঠে আসে। এছাড়াও চেয়ারম্যান ছাদেকুর রহমান এর ফ্রিডম পার্টির রাজনীতর সাথে সংশ্লিষ্টতার কথাও উঠে আসে ওই অভিযোগপত্রে।
পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের এমন অভিযোগ আমলে নিয়ে স্থানীয় সরকার বিভাগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেয় স্থানীয় প্রশাসনকে। সম্প্রতি ওই বিষয়ে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারকে।
অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান ছাদেকুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, ‘এ ব্যাপারে আমি কিছু্ই জানি না, এই মাত্র শুনলাম। আমি দুই মন মিষ্টি খাওয়ায়ে ইউনিয়ন পরিষদে দিবসটি পালন করেছি। এমপি সাবও জানে।’
এ ঘটনায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল জানান, ‘এক সপ্তাহ হয় চিঠি পেয়েছি। অভিযোগের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিব।’
সংবাদ শিরোনাম
চান্দিনায় জাতীয় শোক দিবস পালন না করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- ৩৭৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ