
টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)
কুমিল্লার চান্দিনায় ইয়াবা বিক্রিকালে নারীসহ তিন মাদক কারবারিকে আটক করে যৌথবাহিনী ।
রবিবার (২৪ আগস্ট) রাতে চান্দিনা বাস স্টেশন এলাকার টাওয়ার হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮০পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৩টি স্মার্ট ফোন, ১টি আইফোন ও মাদক বিক্রির প্রায় ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। এঘটনায় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজ্জাদ উল করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
আটককৃতরা হলো- দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের মমতাজ উদ্দিন এর ছেলে নাঈম হোসেন (২১), একই ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে সজিব উদ্দিন ভূইয়া (১৮) ও চান্দিনার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের আলী মাহফুজ এর স্ত্রী মাহিনুর আক্তার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়- মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ চান্দিনা ও দেবীদ্বার অংশে মাদক বিক্রি করে চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় সেনা বাহিনীর ৩ ইস্ট বেঙ্গল টহল কমান্ডার ক্যাপ্টেন ইসফাক ইবনে আলাউদ্দিন সহ থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করেন ।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় মামলা হয়েছে। সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























