ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষিকাকে শ্লীলতাহানি ও দাঁত ভাঙার ঘটনায় মানববন্ধন Logo ময়মনসিংহ -শেরপুর সীমান্তে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ Logo গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড Logo চান্দিনায় গরুবাহী ট্রাক ছিনতাই; দুই থানায় ধাক্কা-ধাক্কি Logo প্রতিহিংসা নয় প্রতিযোগিতা, রাজনীতি হোক ঐক্য ভিত্তিক Logo ডানপন্থী উসকানির বিরুদ্ধে তদন্ত দাবি বেইজিংয়ের Logo তাইওয়ান নিয়ে জাপান সরকারের নীতি প্রশ্নবিদ্ধ Logo রাজশাহীর জজ পরিবারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে গাইবান্ধায় আইনজীবীদের মানববন্ধন Logo ব্রাহ্মণপাড়ায় বসত ঘর হতে ১২ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার Logo হাওরের বুক চিরে অবৈধ বিট বালু উত্তোলন

পুলিশের অসহযোগিতায় ক্ষুব্ধ ব্যবসায়ী

চান্দিনায় গরুবাহী ট্রাক ছিনতাই; দুই থানায় ধাক্কা-ধাক্কি

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় চালক ও ব্যবসায়ীকে গাছের সাথে বেঁধে গরুবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনার মাত্র ২ মিনিটের মধ্যে টহল পুলিশকে অবহিত করলেও পুলিশ যথাযথ ভূমিকা পালন না করায় ক্ষুব্ধ ভূক্তভোগীরা। গরু ছিনতাইয়ের ঘটনাস্থল সনাক্তে চান্দিনা ও দাউদকান্দি থানা পুলিশের ধাক্কা-ধাক্কাতে বিপাকে ভূক্তভোগীরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার কাঠেরপুল এলাকার বন বিভাগের অফিসের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। রবিবার (১৬ অক্টোবর) দিনাজপুর থেকে ৮টি গরু নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

ট্রাকচালক মো. রুকনুজ্জামান জানান, দিনাজপুর থেকে গরুবাহী ট্রাক নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ব্রিজ অতিক্রমের প্রায় পাঁচ কিলোমিটার পর ভোরে ফাঁকা জায়গায় সামনে আরেকটি গাড়ি ব্যারিকেড দেয়। তিনি বলেন, “গাড়ি থামানো মাত্র আমাকে নামিয়ে মারধর করে, হাত-পা বেঁধে তাদের গাড়িতে তুলে ফেলে। এরপর আমার ট্রাকটিই ছিনতাইকারীরা চালিয়ে চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে যায়। সেখানে ট্রাক থেকে ৮টি গরুর মধ্যে ৬টি গরু আনলোড করে তাদের গাড়িতে তুলে নেয় এবং তাদের গাড়িতে জায়গা না থাকায় বাকি ২টি গরু ফেলে যায়।

তার দাবি- ছিনতাইকারীরা গরুগুলো তাদের গাড়িতে তুলে চলে যাওয়ার পর মাত্র দুই মিনিট পর একটি সিএনজি যোগে পোশাকধারী কয়েকজন পুলিশ ঘটনাস্থলে আসে। আমরা তাদেরকে সব জানালেও তারা প্রথমে যেতে চায়নি। আমরা বারবার অনুরোধ করলে তারা আমাদের ভ্যানে তুলে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নেয়। যে রাস্তায় ছিনতাইকারীরা পালিয়েছে আমরা পুলিশকে তা দেখালেও তারা বলে “ওটা তাদের এলাকা নয়।” তিনি আরও জানান- টহলরত পুলিশ চান্দিনা থানার না হাইওয়ে থানার তা আমরা শনাক্ত করতে পারিনি।

গরুর মালিক মোখলেছুর রহমান জানান, দাউদকান্দি এলাকা থেকে ট্রাকটি জিম্মি করে ভোর সাড়ে ৪টার দিকে চান্দিনা কাঠেরপুল এলাকায় আনা হয়। “বনবিভাগ অফিসের সামনে অস্ত্র ঠেকিয়ে আমার হাত দুটো পিছনে বেঁধে ফেলে। ছিনতাইয়ের সময় চান্দিনা থেকে নিমসার কাঁচা বাজারে যাওয়ার সময় এক ব্যবসায়ী ঘটনাটি দেখে ফেলায় তাকেও গাছের সাথে বেঁধে তার মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা।

মোখলেছুর আরও বলেন, “ছিনতাইকারীরা মাত্র কয়েক হাত দূরে যেতে না যেতেই একটি সিএনজিতে পুলিশের পোশাক দেখে আমরা পুলিশ-পুলিশ বলে ডাকলাম। কিন্তু পুলিশ ডাকে কোনো সাড়া দেয়নি। পরে হাত বাঁধা অবস্থায় দৌড়ে কাছে গিয়ে ঘটনাটি জানালে পাঁচ মিনিট ঘুরিয়ে এনে বলল এটা তাদের এলাকা না।”

তিনি অভিযোগ করেন, ঘটনাস্থল চান্দিনা থানার এলাকা হলেও থানায় অভিযোগ দিতে গেলে ওসি বলেন দাউদকান্দি থানায় অভিযোগ করতে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, “জানতে পারি, গরুবাহী ট্রাকটি দাউদকান্দি এলাকায় ছিনতাই হয়। ছিনতাইকারীরা ট্রাকটি তাদের হেফাজতে নিয়ে কাঠেরপুল এলাকায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে গরু আনলোড করে।”

ঘটনার সময় পুলিশের উপস্থিতি নিয়ে তিনি বলেন, “ওই সময় পুলিশ ভ্যানে আমিই ছিলাম। ভুক্তভোগীরা আমার সাথেই কথা বলেছেন। আমি চারদিকে মোবাইল পার্টিকে জানিয়েছিলাম; কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি।” কেন অভিযোগ নেওয়া হয়নি, এ প্রশ্নে ওসি বলেন- “যেহেতু ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের মূল ঘটনাটি দাউদকান্দি এলাকায় হয়েছে, তাই আইনগত ব্যবস্থা ওইখানে নিতে হবে। যেকারণে আমাদের থানায় অভিযোগ নেওয়া হয়নি।”

অপর দিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন- “এ ঘটনাটি আমার জানা নেই। তবে যদি সত্যিই ছিনতাই হয়ে থাকে এবং গরুগুলো চান্দিনার কাঠেরপুল এলাকায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে স্থানান্তর করা হয়ে থাকে, তাহলে এর আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব চান্দিনা থানার। বিষয়টি যেহেতু জানতে পেরেছি, এখন খোঁজ নিয়ে বিস্তারিত দেখে ব্যবস্থা নেব।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষিকাকে শ্লীলতাহানি ও দাঁত ভাঙার ঘটনায় মানববন্ধন

SBN

SBN

পুলিশের অসহযোগিতায় ক্ষুব্ধ ব্যবসায়ী

চান্দিনায় গরুবাহী ট্রাক ছিনতাই; দুই থানায় ধাক্কা-ধাক্কি

আপডেট সময় ০৪:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় চালক ও ব্যবসায়ীকে গাছের সাথে বেঁধে গরুবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনার মাত্র ২ মিনিটের মধ্যে টহল পুলিশকে অবহিত করলেও পুলিশ যথাযথ ভূমিকা পালন না করায় ক্ষুব্ধ ভূক্তভোগীরা। গরু ছিনতাইয়ের ঘটনাস্থল সনাক্তে চান্দিনা ও দাউদকান্দি থানা পুলিশের ধাক্কা-ধাক্কাতে বিপাকে ভূক্তভোগীরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার কাঠেরপুল এলাকার বন বিভাগের অফিসের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। রবিবার (১৬ অক্টোবর) দিনাজপুর থেকে ৮টি গরু নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

ট্রাকচালক মো. রুকনুজ্জামান জানান, দিনাজপুর থেকে গরুবাহী ট্রাক নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ব্রিজ অতিক্রমের প্রায় পাঁচ কিলোমিটার পর ভোরে ফাঁকা জায়গায় সামনে আরেকটি গাড়ি ব্যারিকেড দেয়। তিনি বলেন, “গাড়ি থামানো মাত্র আমাকে নামিয়ে মারধর করে, হাত-পা বেঁধে তাদের গাড়িতে তুলে ফেলে। এরপর আমার ট্রাকটিই ছিনতাইকারীরা চালিয়ে চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে যায়। সেখানে ট্রাক থেকে ৮টি গরুর মধ্যে ৬টি গরু আনলোড করে তাদের গাড়িতে তুলে নেয় এবং তাদের গাড়িতে জায়গা না থাকায় বাকি ২টি গরু ফেলে যায়।

তার দাবি- ছিনতাইকারীরা গরুগুলো তাদের গাড়িতে তুলে চলে যাওয়ার পর মাত্র দুই মিনিট পর একটি সিএনজি যোগে পোশাকধারী কয়েকজন পুলিশ ঘটনাস্থলে আসে। আমরা তাদেরকে সব জানালেও তারা প্রথমে যেতে চায়নি। আমরা বারবার অনুরোধ করলে তারা আমাদের ভ্যানে তুলে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নেয়। যে রাস্তায় ছিনতাইকারীরা পালিয়েছে আমরা পুলিশকে তা দেখালেও তারা বলে “ওটা তাদের এলাকা নয়।” তিনি আরও জানান- টহলরত পুলিশ চান্দিনা থানার না হাইওয়ে থানার তা আমরা শনাক্ত করতে পারিনি।

গরুর মালিক মোখলেছুর রহমান জানান, দাউদকান্দি এলাকা থেকে ট্রাকটি জিম্মি করে ভোর সাড়ে ৪টার দিকে চান্দিনা কাঠেরপুল এলাকায় আনা হয়। “বনবিভাগ অফিসের সামনে অস্ত্র ঠেকিয়ে আমার হাত দুটো পিছনে বেঁধে ফেলে। ছিনতাইয়ের সময় চান্দিনা থেকে নিমসার কাঁচা বাজারে যাওয়ার সময় এক ব্যবসায়ী ঘটনাটি দেখে ফেলায় তাকেও গাছের সাথে বেঁধে তার মোবাইল নিয়ে যায় ছিনতাইকারীরা।

মোখলেছুর আরও বলেন, “ছিনতাইকারীরা মাত্র কয়েক হাত দূরে যেতে না যেতেই একটি সিএনজিতে পুলিশের পোশাক দেখে আমরা পুলিশ-পুলিশ বলে ডাকলাম। কিন্তু পুলিশ ডাকে কোনো সাড়া দেয়নি। পরে হাত বাঁধা অবস্থায় দৌড়ে কাছে গিয়ে ঘটনাটি জানালে পাঁচ মিনিট ঘুরিয়ে এনে বলল এটা তাদের এলাকা না।”

তিনি অভিযোগ করেন, ঘটনাস্থল চান্দিনা থানার এলাকা হলেও থানায় অভিযোগ দিতে গেলে ওসি বলেন দাউদকান্দি থানায় অভিযোগ করতে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, “জানতে পারি, গরুবাহী ট্রাকটি দাউদকান্দি এলাকায় ছিনতাই হয়। ছিনতাইকারীরা ট্রাকটি তাদের হেফাজতে নিয়ে কাঠেরপুল এলাকায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে গরু আনলোড করে।”

ঘটনার সময় পুলিশের উপস্থিতি নিয়ে তিনি বলেন, “ওই সময় পুলিশ ভ্যানে আমিই ছিলাম। ভুক্তভোগীরা আমার সাথেই কথা বলেছেন। আমি চারদিকে মোবাইল পার্টিকে জানিয়েছিলাম; কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি।” কেন অভিযোগ নেওয়া হয়নি, এ প্রশ্নে ওসি বলেন- “যেহেতু ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের মূল ঘটনাটি দাউদকান্দি এলাকায় হয়েছে, তাই আইনগত ব্যবস্থা ওইখানে নিতে হবে। যেকারণে আমাদের থানায় অভিযোগ নেওয়া হয়নি।”

অপর দিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন- “এ ঘটনাটি আমার জানা নেই। তবে যদি সত্যিই ছিনতাই হয়ে থাকে এবং গরুগুলো চান্দিনার কাঠেরপুল এলাকায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে স্থানান্তর করা হয়ে থাকে, তাহলে এর আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব চান্দিনা থানার। বিষয়টি যেহেতু জানতে পেরেছি, এখন খোঁজ নিয়ে বিস্তারিত দেখে ব্যবস্থা নেব।”