
টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)
দেশজুড়ে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত না করার দাবিতে কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে খুচরা সার ব্যবসায়ীরা। খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ -কেএসবিএবি এর চান্দিনা শাখার আয়োজনে ওই মানববন্ধন হয়। পরে তারা কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর মাধ্যমে ওই স্মারকলিপি প্রেরণ করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় তারা স্মারকলিপি প্রদান করেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকেও অনুলিপি প্রদান করা হয়। এতে তারা ব্যবসায়ীদের বিভিন্ন আর্থিক সমস্যার কথা তুলে ধরে লাইসেন্স নবায়ন ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।
মানববন্ধনে বক্তৃতা করেন – খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ -কেএসবিএবি এর চান্দিনা শাখার সভাপতি মো. আবদুল বাতেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এরশাদুল হক, সাধারণ সম্পাদক কাজী নাজমুল হাছান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, অর্থ-সম্পাদক মো. মহন মুন্সি, প্রচার সম্পাদক বাবুল হোসেন, দপ্তর সম্পাদক মো. মকবুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নজির মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।