
চাপ
প্রিয়াংকা নিয়োগী
পুন্ডিবাড়ী, ভারত
আসছে চাপ ধেয়ে,
ভয় পেতে নেই তাতে।
মুখোমুখি হয়ে,
এগিয়ে গিয়ে,
সূর্যের তেজে,
তেজষ্ক্রিয়া নিক্ষেপে,
সাহস করে,
অন্ধকারকে টেক্কা দিয়ে,
আলো সবার মাঝে।
উড়াল দিয়ে,
করে দেখিয়ে,
জয় শেষে।
ঘাম থাকুক ঝড়াতে,
রাতের ঘুম উড়তে,
পরিশ্রম চলবে,
চাপ থাকবে,
জীবন জুড়ে,
সাফল্য তবে।
মুক্তির লড়াই ডেস্ক : 























