ওয়াং হাইমান:
চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), আসন্ন বসন্ত উৎসব উপলক্ষ্যে পরিকল্পিত, বিনোদনমূলক সান্ধ্যা অনুষ্ঠানের মাসকট প্রকাশ করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালের বসন্ত উৎসবের মাসকট ‘লুং ছেন ছেন’ এবং বসন্ত উৎসব গালার ‘তা তা বসন্ত বোল’ শীর্ষক সিএমজি’র নতুন পণ্য প্রদর্শিত হয়। সিএমজি’র উপ-মহাপরিচালক ওয়াং সিয়াও চেন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
সিএমজি’র সাহিত্য অনুষ্ঠান কেন্দ্রের প্রধান চাং কুওফেই অনুষ্ঠানে বলেন, চমৎকার অনুষ্ঠানের পাশাপাশি, বসন্ত উৎসব গালার উদ্ভাবন ও সৃষ্টিতে বসন্তের সাংস্কৃতিক উপাদান অন্তর্ভুক্ত থাকবে। আসন্ন গালা-কে নতুন বছরের স্বাদে পূর্ণ এবং চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। এই গালা চীনাদের সুখী জীবনের অংশ হয়ে উঠতে পারে।
সিএমজি’র সাহিত্য অনুষ্ঠান কেন্দ্রের উপ-আহ্বায়ক ইয়ু লেই আসন্ন বসন্ত উৎসব গালার মাসকটের নকশার ধারণার পরিচয় দেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।