
সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে চায়ের দোকানের আড়লে মাদকের ব্যাবসা করে আসা তৌহিদুল ইসলামকে দশ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
আজ সকাল সাড়ে এগারোটার সময়ে আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি তৌহিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম আমতলী পৌর শহরের ২নং ওয়ার্ডের সরকারি এ,কে স্কুল এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যাবসা পরিচালনা করে আসছিল। থানা পুলিশ এ বিষয়ে অবহিত হওয়ার পর আজ তৌহিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ জগলুল হায়দার বলেন, গ্রেফতারকৃত তৌহিদুল ইসলামের বিরুদ্ধে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যাবসা করে আসছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। মা’ম’লা রুজু প্রক্রিয়াধীন।
মুক্তির লড়াই ডেস্ক : 
























