শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
চিকিৎসার জন্য ভারতে গিয়ে গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-আংশীক ঝিনাইদহ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ ঘটনায় উদ্বিগ্ন রয়েছে পরিবার, দরীয় নেতা-কর্মি সহ সাধারণ মানুষ। গত ৪ দিন ধরে দিন ধরে এমপির আনোয়ারুল আজীম আনারের পরিবারের সঙ্গে যোগাযোগ বিছিন্ন রয়েছে। এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের বড়ানগর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) এমএ রউফ।
এমএ রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর গত বৃহস্পতিবার সকালের পর থেকে চার দিন পার হলেও পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তিনি জানান, বিষয়টি পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়েছে। বিষয়টি সরকারের গোয়েন্দা বিভাগসহ আইশৃংখলা রক্ষাকারী বাহিনী তদারকি করছেন। আমি এখন তার পরিবার নিয়ে ঢাকার ডিবি কার্যলয়ে যাচ্ছি।
ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু বলেন, বিষয়টি আমি গতকাল শুনেছি। তবে যদি ঘটনা খুবই উদ্বেগ ও দুঃখজনক ব্যাপার। তিনি দল ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আমরা সব দিক দিয়ে আন্তরিকতার সাথে খোঁজখবর নিয়ে আপনাদের জানাবো।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় সংসদ সদস্য চিকিৎসার জন্য ভারতে গিয়ে গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি।