
অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেবাশিষ বিশ্বাস কালা (৪২)কে ডেকে নিয়ে মুখ বেধে ৪ ঘন্টা ধরে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজি, ছিনতাই, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ওই ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
গত সোমবার (১১ আগস্ট) রাত ১০ টায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে। আহত সাধারন সম্পাদক দেবাশিষ বিশ্বাস কালা শ্রীরামপুর গ্রামের বৃদ্ধ দেবদাস বিশ্বাস ও বৃদ্ধা ফুলমালা বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান। বহিস্কৃত সভাপতি রবিউল শেখ সোনাখালী গ্রামের নুরল শেখের ছেলে। নির্মমতার শিকার দেবাশিষ বিশ্বাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
চিতলমারী ৫নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক আহত দেবাশিষ বিশ্বাস কালা বলেন, গত শনিবার রাত ৮টার দিকে তিনি ও ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখ এক সাথে শ্রীরাপুর গ্রামের আশিষের দোকানে চা পান করেন। চা খাওয়া হলে রবিউল তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। দেবাশিষ তার নিজের মোটরসাইকেলে করে রবিউলকে সোনাখালী বিলের বাড়িতে নিয়ে যায়। সেখানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৫ থেকে ৭ জন যুবক দেবাশিষের মুখ বেধে ফেলে। পরে বিলের মধ্যে একটি মৎস্য ঘেরের ঘরে নিয়ে ৪ ঘন্টা ধরে তাকে পিটিয়ে নির্মমভাবে নির্যাতন করে। এ সময় রবিউল ও তার লোকেরা দেবাশিষের পকেটে থাকা ৪৩ হাজার টাকা এবং সুজুকি সিকসার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে ১০০ টাকার ৩ টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে রাখে এবং ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। রাত সাড়ে ১২ দিকে পাশের ঘেরের সোনাখালী গ্রামের প্রভাত বালা বিষয়টি দেখতে পেয়ে চিতলমারী ৫নং সদর ইউনিয়নের সাধারন সম্পাদক মোক্তার সরদারকে মোবাইল ফোনে বিষয়টি জানান। মোক্তার সরদার লোকজন নিয়ে গুরুতর আহত অবস্থায় দেবাশিষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। এখন পুনরায় হামলার আতংকে রয়েছেন।
চিতলমারী ৫নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখ সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে বহিস্কার করা হয়েছে এতে আমি দুর্বল না। আমার ভাই নান্নুকে দিয়ে ওর আড়তে মাছ বিক্রি করতে পাঠিয়েছিলাম। ও সেই মাছ থেকে চুরি করেছে। আমার ভাই-ব্রাদার আছে তাদের কাছে শুনে সন্ধ্যার পরে আপনাদের বিস্তারিত জানাব।
এ বিষয় আহত দেবাশিষ বিশ্বাসের বাবা দেবদাস বিশ্বাস, মা ফুলমালা বিশ্বাস ও স্ত্রী কমলা বিশ্বাস বলেন, ‘চা দোকান থেকে কৌশলে দেবাশিষকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। জীবনে কোন দিন ফিরে আসতে পারতো না। মোক্তার সরদার তাকে উদ্ধার করেছে। আমরা এই ঘটনার সুবিচার চাই।
চিতলমারী ৫নং সদর ইউনিয়নের সাধারন সম্পাদক মোক্তার সরদার জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবাশিষ ও রবিউল দুইজনই ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী। এ নিয়ে ওদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। সেই জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
চিতলমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুমতি সাপেক্ষে-দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, ছিনতাই এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলার ৫নং চিতলমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, গত সোমবার রাতে আহত দেবাশিষ বিশ্বাস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।