শাহাজাহান বিপ্লবী (সুমন), নীলফামারী সংবাদদাতাঃ নীলফামারী জেলার চিলাহাটিতে মেহেদী মটরস লোকাল মেকানিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতহয়েছে।
বুধবার (১৬ই নভেম্বর) দুপুর ১২ টায় চিলাহাটি মেহেদী মটরস শোরুমে স্থানীয় ৪০ জন মেকানিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মেকানিকদের বিভিন্ন কারিগরি বিষয়ে ধারণা প্রদানসহ এবং বাজাজ মোটরসাইকেলের নতুন ফিচার বিষয়ে জানানো হয়।
সমাজসেবক লিপু বসুনীয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিস, এরিয়া ম্যানেজার, উত্তরা মটরস, রংপুর; মোঃ মহিদুল ইসলাম, ফিল্ড ইঞ্জিনিয়ার, উত্তরা মটরস; মোঃ মোজাফ্ফর হোসেন,স্বত্ত¡াধিকারী, মেহেদী মটরস, চিলাহাটি।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সহসভাপতি মাহাবুবুল আলম ওহাবুল ও লোকাল মেকানিকবৃন্দ।