
‘চীনা ভোক্তাদের আস্থা অনেক বেড়েছে।’ সম্প্রতি, চীনের চাঙ্গা ভোক্তা বাজারের প্রতি জার্মানির বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক- ডয়েচে ব্যাংক এমন মন্তব্য করেছে। চীন সরকার প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে, ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রির পরিমাণ ৮ লাখ ৩৭ হাজার ৩১০ কোটি ইউয়ানে পৌঁছেছে। যা অনুমানের চেয়েও বেশি।
এ শক্তিশালী আস্থা সম্পর্কে বিশেষজ্ঞ ওয়াং সিও সং সিএমজিকে জানান, এর একটি কারণ হলো, গেল বছর থেকে চীনের অর্থনীতি সুষ্ঠু অবস্থায় রয়েছে, বাসিন্দাদের আয় অব্যাহতভাবে বাড়ছে। আরেকটি কারণ হলো, চীন সরকারের ধারাবাহিক সমর্থন নীতি গ্রহণ। যা ভোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ কাজ করেছে।
অধিকতর চীনা ভোক্তা আরও বেশি টাকা খরচ করতে চায়। যা চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের জন্যও একটি সুখবর। জাপানের প্যানাসনিক কর্পোরেশনের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট তেতসুহিরো হনমা বলেন, ভোগ এগিয়ে নেওয়া বিষয়ক চীন সরকারের ধারাবাহিক ব্যবস্থা তাদের জন্য আরও বেশি সুযোগ বয়ে এনেছে। লরিয়েলের চীনের সংশ্লিষ্ট প্রধান সিএমজিকে জানান, সাম্প্রতিক বছরগুলোতে, চীন অব্যাহত ভোগের পরিবেশ উন্নত করছে। যা তাদের কোম্পানিসহ একই শিল্পের সব শিল্পপ্রিতষ্ঠানের উচ্চ গুণগত মানের উন্নয়নের জন্য মজবুত সমর্থন যুগিয়েছে।
ম্যাককিনজি অ্যান্ড কোম্পানির পূর্বাভাস অনুসারে, ২০৩০ সালে, চীনের শহরবাসীরা বিশ্বের ৯১শতাংশ ভোগের প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে; চীনের ৭শ শহর বিশ্বের শহরের ভোগ প্রবৃদ্ধির জন্য ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার অবদান রাখবে; অবদানের হার ৩০ শতাংশ হবে। ভোগ হচ্ছে অর্থনীতি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। চীনাদের ভোগ শুধু চীনের অর্থনীতি উন্নয়নের জন্য কাজ করছে না, বরং বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধির নতুন প্রাণশক্তি হিসেবে ভূমিকা রাখছে।
এজন্য এ বছর অনেক বিদেশি পুঁজি বিনিয়োগ প্রতিষ্ঠান চীনের ভোগ বাজারের ভবিষ্যত নিয়ে আস্থা প্রকাশ করেছে। ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিদেশি পুঁজি বিনিয়োগ প্রকল্প চীনে বাস্তবায়িত হচ্ছে। পরিকল্পনা অনুসারে, এর পরিমাণ ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর ম্যাকডোনাল্ড চীনে আরও এক হাজার রেস্তোরাঁ খুলবে; সাবওয়ে পরিকল্পনা করছে আগামীতে প্রতি বছরে চীনে ৩শত থেকে ৫শত পর্যন্ত নতুন রেস্তোরাঁ চালু করবে। এসব থেকে বোঝা যায়, চীনের বিরাট ভোগ বাজার বিদেশি পুঁজি আকর্ষণে শক্তিশালী ভূমিকা রাখছে।
সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।