
চীনের ভাইস প্রিমিয়ার হ্য লিফেং সোমবার স্পেনের মাদ্রিদে বলেছেন, চীন তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় অবিচল এবং বিদেশে চীনা উদ্যোগগুলোর বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।
তিনি রোববার থেকে সোমবার পর্যন্ত মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে, উভয় পক্ষ পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে খোলামেলা, গভীর এবং গঠনমূলক আলোচনা করেছে।
হ্য লিফেং আরও বলেন, আলোচনার সময় উভয় পক্ষ একটি মৌলিক কাঠামোগত ঐকমত্যে পৌঁছেছে। এই ঐকমত্যের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগের বাধা কমানো এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, উভয় পক্ষ এখন এই ঐকমত্যের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় নথিগুলো নিয়ে কাজ করবে এবং নিজ নিজ দেশের অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে।
সূত্র:শুভ-ফয়সল,সিসিটিভি।