ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন যুগে চীনের অস্ত্র নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ ও অপ্রসারণ’ শ্বেতপত্র উপস্থাপন Logo অস্ত্র ধ্বংসে চার দফা বিলম্ব-জবাব চাইছে বেইজিং Logo রাঙামাটিতে ক্লাব আরজিটির উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo অস্ত্র ধ্বংসে চার দফা বিলম্ব-জবাব চাইছে বেইজিং Logo বরুড়াস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের মিলন মেলা অনুষ্ঠিত Logo বাঁশখালীতে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক Logo বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বসতঘর সহ দুটি ঘর পুড়ে ছাই Logo কালীগঞ্জের জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত Logo কালীগঞ্জে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি Logo ঝিনাইদহে গৃহবধুকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ

চীনের আরো ৪টি প্রাচীন সেচ-প্রকল্প বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মালিয়েশিয়ার কুয়ালালামপুরে গত (বুধবার) সকালে আয়োজিত আন্তর্জাতিক সেচ ও নিষ্কাশন কমিশনের ৭৬তম আন্তর্জাতিক নির্বাহী পরিষদের অধিবেশনে ২০২৫ সালে বিশ্বের সেচ-প্রকল্প ঐতিহ্য তালিকা প্রকাশিত হয়েছে। চীনের ইয়ুননান প্রদেশের ইউয়ানইয়াং হানি সিঁড়িক্ষেত, চিয়াংসু প্রদেশের জুরং ছিশান হ্রদ সেচ প্রকল্প, সিছুয়ান প্রদেশের পেংচৌ চিয়ানচিয়াং জলসেচ এবং বেইজিং ইয়ংতিং নদীর প্রাচীন সেচ প্রকল্পসহ ৪টি প্রকল্প এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এখন বিশ্বের সেচ-প্রকল্প ঐতিহ্য তালিকায় চীনের প্রকল্পের সংখ্যা ৪২টিতে দাঁড়িয়েছে।

জানা গেছে, ইয়ুননান প্রদেশের হানি সিঁড়িক্ষেত হং নদীর দক্ষিণ তীরে আইলাওশান এলাকায় অবস্থিত, এর মোট সেচ-এলাকা প্রায় ৩ হাজার ৭৩৩ হেক্টর। এটি চীনের সংখ্যালঘু হানি জাতির প্রাকৃতিক পরিবেশকে ভিত্তি করে কৃষি উন্নয়নের চমত্কার দৃষ্টান্ত, যা হানি জাতির রীতিনীতি, ধর্মবিশ্বাস ও সেচ ব্যবস্থাপনার ঘনিষ্ঠ সংমিশ্রণ।

চিয়াংসু প্রদেশের জুরং শহরে অবস্থিত ছিশান হ্রদ সেচ-প্রকল্প ১ হাজার ৭০০ বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে, যা ছিনহুয়াই নদীর উপরের গুরুত্বপূর্ণ সেচ ও বন্যা প্রতিরোধক প্রকল্প, এর সেচ-এলাকা প্রায় ৫ হাজার ১৩৩ হেক্টর।
সিছুয়ান প্রদেশের পেংচৌ শহরের চিয়ানচিয়াং জলসেচ প্রকল্প ২ হাজার ১৬৬ বছরের আগে নির্মিত হয়েছে, যা লংমেন পাহাড়ের পাললিক সমভূমি ঘিরে নির্মিত জলসেচ প্রকল্পের চমত্কার দৃষ্টান্ত। এ জলসেচ প্রকল্প কৃষিক্ষেত সেচ, বন্যা নিষ্কাশন ও বালি অপসারণের সমন্বয়ী ভুমিকা পালন করতে সক্ষম।

বেইজিং ইয়ংতিং নদীর প্রাচীন সেচ-প্রকল্প শহরের পশ্চিমাঞ্চলের মেনথৌকৌ এলাকায় অবস্থিত, যা প্রাচীন ৫টি খাল, আশেপাশের ঝর্ণা ও কুয়া নিয়ে গঠিত। এ প্রকল্প ১৩৩ হেক্টর কৃষিক্ষেত আর ১ হাজার ৩৩০ হেক্টরের ফল বাগানে পানি সরবরাহ দিতে সক্ষম।

সূত্র:সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নতুন যুগে চীনের অস্ত্র নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ ও অপ্রসারণ’ শ্বেতপত্র উপস্থাপন

SBN

SBN

চীনের আরো ৪টি প্রাচীন সেচ-প্রকল্প বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত

আপডেট সময় ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

মালিয়েশিয়ার কুয়ালালামপুরে গত (বুধবার) সকালে আয়োজিত আন্তর্জাতিক সেচ ও নিষ্কাশন কমিশনের ৭৬তম আন্তর্জাতিক নির্বাহী পরিষদের অধিবেশনে ২০২৫ সালে বিশ্বের সেচ-প্রকল্প ঐতিহ্য তালিকা প্রকাশিত হয়েছে। চীনের ইয়ুননান প্রদেশের ইউয়ানইয়াং হানি সিঁড়িক্ষেত, চিয়াংসু প্রদেশের জুরং ছিশান হ্রদ সেচ প্রকল্প, সিছুয়ান প্রদেশের পেংচৌ চিয়ানচিয়াং জলসেচ এবং বেইজিং ইয়ংতিং নদীর প্রাচীন সেচ প্রকল্পসহ ৪টি প্রকল্প এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এখন বিশ্বের সেচ-প্রকল্প ঐতিহ্য তালিকায় চীনের প্রকল্পের সংখ্যা ৪২টিতে দাঁড়িয়েছে।

জানা গেছে, ইয়ুননান প্রদেশের হানি সিঁড়িক্ষেত হং নদীর দক্ষিণ তীরে আইলাওশান এলাকায় অবস্থিত, এর মোট সেচ-এলাকা প্রায় ৩ হাজার ৭৩৩ হেক্টর। এটি চীনের সংখ্যালঘু হানি জাতির প্রাকৃতিক পরিবেশকে ভিত্তি করে কৃষি উন্নয়নের চমত্কার দৃষ্টান্ত, যা হানি জাতির রীতিনীতি, ধর্মবিশ্বাস ও সেচ ব্যবস্থাপনার ঘনিষ্ঠ সংমিশ্রণ।

চিয়াংসু প্রদেশের জুরং শহরে অবস্থিত ছিশান হ্রদ সেচ-প্রকল্প ১ হাজার ৭০০ বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে, যা ছিনহুয়াই নদীর উপরের গুরুত্বপূর্ণ সেচ ও বন্যা প্রতিরোধক প্রকল্প, এর সেচ-এলাকা প্রায় ৫ হাজার ১৩৩ হেক্টর।
সিছুয়ান প্রদেশের পেংচৌ শহরের চিয়ানচিয়াং জলসেচ প্রকল্প ২ হাজার ১৬৬ বছরের আগে নির্মিত হয়েছে, যা লংমেন পাহাড়ের পাললিক সমভূমি ঘিরে নির্মিত জলসেচ প্রকল্পের চমত্কার দৃষ্টান্ত। এ জলসেচ প্রকল্প কৃষিক্ষেত সেচ, বন্যা নিষ্কাশন ও বালি অপসারণের সমন্বয়ী ভুমিকা পালন করতে সক্ষম।

বেইজিং ইয়ংতিং নদীর প্রাচীন সেচ-প্রকল্প শহরের পশ্চিমাঞ্চলের মেনথৌকৌ এলাকায় অবস্থিত, যা প্রাচীন ৫টি খাল, আশেপাশের ঝর্ণা ও কুয়া নিয়ে গঠিত। এ প্রকল্প ১৩৩ হেক্টর কৃষিক্ষেত আর ১ হাজার ৩৩০ হেক্টরের ফল বাগানে পানি সরবরাহ দিতে সক্ষম।

সূত্র:সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।