
গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তির অগ্রগতিতে চীনের অর্জন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক এ কথা জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব এখন ব্রাজিলে জলবায়ু বিষয়ক এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।জাতিসংঘ সদর দফতরে সাংবাদিকদের ফারহান হক বলেন, মহাসচিব মনে করেন জলবায়ু পরিবর্তনের পরিণতি মোকাবিলায় সমস্ত বিশ্বের আরও কিছু করা দরকার। তিনি চীনের অগ্রগতিতে খুব সন্তুষ্ট এবং দেশটি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে অন্যান্য দেশও সুবিধা পেতে পারে।
ফারহান আরও জানান, জলবায়ু কার্যক্রম সংক্রান্ত শীর্ষ সম্মেলনের ভাষণে বিশ্ব নেতাদের অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নিতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান গুতেরেস।
তথ্য ও ছবি: সিসিটিভি।
আন্তর্জাতিক: 





















