
চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) ১৪তম জাতীয় কমিটির সংবাদ সম্মেলন গত (সোমবার) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মুখপাত্র লিউ চিয়ে ই দেশি-বিদেশি সাংবাদিকদের অধিবেশন সম্পর্কে তথ্য দেন এবং প্রশ্নের উত্তর দেন।
মুখপাত্র লিউ বলেন, গত বছর চীনের অর্থনীতি স্থিতিশীল ছিল এবং কিছু অগ্রগতিও হয়েছে। চীনের জিডিপি ১৩৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে; প্রবৃদ্ধি হার ৫ শতাংশ; যা বিশ্বের শীর্ষ প্রধান অর্থনীতির মধ্যেই রয়েছে। নতুন শিল্প ও নতুন ব্যবসায়িক মডেলের আবির্ভাব ঘটেছে, স্মার্ট উৎপাদন ও স্মার্ট পণ্যগুলি ক্রমাগত উদ্ভাবিত হচ্ছে, সবুজ উৎপাদনশীলতা দ্রুত বাড়ছে, এবং বায়ুশক্তি, ফটোভোলটাইক ও নতুন শক্তির যানবাহন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। বসন্ত উৎসবের সময়, ভোক্তা বাজারের চাহিদা প্রবল ছিল। গৃহস্থালি যন্ত্রপাতি ও অডিও-ভিজ্যুয়াল সরঞ্জামগুলি ব্যাপকভাবে বিক্রি হয়েছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬৬.৪ শতাংশের বৃদ্ধি পেয়েছে; পর্যটন খাতের আয় ৩৭.৫ শতাংশের বেড়েছে। চীনা অর্থনীতি উচ্চমানে উন্নয়ন বাস্তবায়ন করছে।
লিউ আরও বলেন, বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতিতে গভীর ও জটিল পরিবর্তন হচ্ছে। চীনের অর্থনৈতিক কার্যক্রম কিছু অসুবিধা ও চ্যালেঞ্জও মোকাবিলা করছে, ভোক্তা চাহিদার সংকট আছে এবং অন্যান্য ক্ষেত্রে ঝুঁকিও আছে। তবে, চীনের অর্থনীতির স্থিতিশীল ভিত্তি, শক্তিশালী স্থিতিস্থাপকতা ও দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। অর্থনীতির দীর্ঘমেয়াদী ইতিবাচক সহায়ক পরিস্থিতি ও মৌলিক প্রবণতা পরিবর্তিত হয়নি। উদাহরণস্বরূপ, চীনের উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে; একটি অতি-বৃহৎ আকারের বাজার রয়েছে; একটি সম্পূর্ণ সহায়ক শিল্প ব্যবস্থার সুবিধা রয়েছে এবং চীনের উৎপাদনের পরিমাণ টানা ১৫ বছর ধরে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। চীনের অর্থনীতি সবসময় সমস্যা সমাধানের সাথে সাথে উন্নত হচ্ছে। যখনই সমস্যা দেখা দেবে, তখনই আত্মবিশ্বাস নিয়ে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও ব্যবস্থা বাস্তবায়ন করা হবে এবং চীনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতভাবেই নতুন স্তরে পৌঁছে যাবে।
সূত্র :অনুপমা-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।