
১১ আগস্ট সকালে, সিছুয়ান প্রদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ে, চীনের নিজস্ব গবেষণায় উদ্ভাবিত বড় দুই ইঞ্জিনের চালকবিহীন পরিবহন বিমান।
বিমানটি আকাশে ছিল প্রায় ২০ মিনিট। বিমানটির ডানার বিস্তার ১৬.১ মিটার। বিমানটির উচ্চতা ৪.৬ মিটার। এর আছে ১২ বর্গমিটারের লোডিং স্পেস ও ২ টন কার্গো বহনের ক্ষমতা। এটি এখন পর্যন্ত উৎপাদিত বৃহত্তম চালকবিহীন পরিবহন বিমান।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 



























