ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত আইসক্রিম ফ্যাক্টরী থেকে যুবকের লাশ উদ্ধার Logo টেকনাফে ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ Logo টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার Logo কটিয়াদীর করগাঁও ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ Logo কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস- শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ Logo খুলনায় ৫০০ গ্রাম গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ী আটক Logo মুরাদনগরে অবৈধ ড্রেজারের কবলে তিন ফসলি জমি! বিলীন হচ্ছে কৃষকের আশা Logo জাজিরায় দুই ছেলে ও সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিধবা মায়ের সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ Logo লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক

চীনের ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহ্বান

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৮:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

 

বুধবার ভোরে ভারত পাকিস্তানের ভেতরে কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায়, যার জবাবে পাকিস্তানও শক্ত প্রতিক্রিয়া জানায়। এ বিষয়ে চীন জানায়, তারা ভারতের সামরিক পদক্ষেপে দুঃখ প্রকাশ করছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী ছিল, আছে এবং থাকবে। দুটি দেশ চীনেরও প্রতিবেশী।’

চীন সন্ত্রাসবাদের সব ধরনের রূপের বিরোধিতা করে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে উভয় দেশকেই সংযত ও শান্ত থাকতে হবে।’
উল্লেখ্য, বুধবার ভোররাতে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন এবং দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ভিডিও বিবৃতিতে জানান, ভারত ছয়টি বেসামরিক স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে।

তিনি বলেন, এ হামলায় চারটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ও একটি হাসপাতালও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : ফয়সল-নাহার, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত আইসক্রিম ফ্যাক্টরী থেকে যুবকের লাশ উদ্ধার

SBN

SBN

চীনের ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহ্বান

আপডেট সময় ০৮:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

 

বুধবার ভোরে ভারত পাকিস্তানের ভেতরে কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায়, যার জবাবে পাকিস্তানও শক্ত প্রতিক্রিয়া জানায়। এ বিষয়ে চীন জানায়, তারা ভারতের সামরিক পদক্ষেপে দুঃখ প্রকাশ করছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী ছিল, আছে এবং থাকবে। দুটি দেশ চীনেরও প্রতিবেশী।’

চীন সন্ত্রাসবাদের সব ধরনের রূপের বিরোধিতা করে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে উভয় দেশকেই সংযত ও শান্ত থাকতে হবে।’
উল্লেখ্য, বুধবার ভোররাতে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন এবং দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ভিডিও বিবৃতিতে জানান, ভারত ছয়টি বেসামরিক স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে।

তিনি বলেন, এ হামলায় চারটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ও একটি হাসপাতালও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : ফয়সল-নাহার, চায়না মিডিয়া গ্রুপ।