ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বরুড়ায় টিম ফর ফিউসার এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo সাজেকে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়োজিত রাখার জন্য নির্দেশনা Logo বালিয়াডাঙ্গীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু Logo সাতক্ষীরায় চিকিৎসা সেবা’সহ ত্রাণ সামগ্রী বিতরণ Logo বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা Logo পলাশবাড়িতে নয় বছরের শিশু সন্তানকে অপহরণের অভিযোগ Logo গাজীপুরে ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ (ভিডিও) Logo আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের কমিটি গটন Logo কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo ঠাকুরগাঁও সদর থানার ওসির বিরুদ্ধে মামলা বাণিজ্যসহ নানানরকম অভিযোগ

চীনের মালভূমি এলাকায় বিমানের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৯:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

সম্প্রতি চীনে তৈরী বাণিজ্যিক বিমান এআরজে-২১, সিছুয়ান প্রদেশের ছেংতু শহরের শুয়াংলিউ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করে, সফলভাবে প্রদেশটির আবা হংইউয়ান বিমানবন্দরে পৌঁছায়। এর মাধ্যমে, ‘ছিংহাই-সিচাং মালভূমির চারপাশে’ এআরজে-২১ বিমানের এক মাসেরও বেশি সময়ব্যাপী পরীক্ষামূলক ফ্লাইটের উদ্বোধন হলো।

পরিকল্পনা অনুযায়ী, এআরজে-২১ বিমান সিছুয়ান প্রদেশের ছেংতু, ছিংহাই প্রদেশের সিনিং, ও সিচাংয়ের লাসা এবং কানসু প্রদেশের বিভিন্ন মালভূমিতে অবস্থিত বিমানবন্দরগুলোতে যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত বিমানবন্দর ও সংশ্লিষ্ট বিমানরুটে এআরজে-২১ বিমানের অভিযোজন ক্ষমতা পরীক্ষা করা, বিমানবন্দরগুলোর বিভিন্ন পরিষেবা-সরঞ্জামের উপযুক্ততা যাচাই করা, এবং বিশেষ ফ্লাইটের প্রয়োজনীয়তা যাচাই করা হবে এই ফ্লাইটের লক্ষ্য।

চীনা বেসামরিক বিমান চলাচল ব্যুরোর নিয়ম অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৩৮ মিটার বা তারচেয়ে বেশি উচ্চতার বিমানবন্দরগুলো হলো উচ্চ উচ্চতার বিমানবন্দর। চীনে মোট ২৫টি উচ্চ উচ্চতার বিমানবন্দর আছে। বিশ্বের উচ্চ উচ্চতার বিমানবন্দরগুলোর ৫০ শতাংশই চীনে অবস্থিত। মালভূমি এলাকায় পাতলা বাতাস, জটিল ভূখণ্ড, এবং পরিবর্তনশীল আবহাওয়া রয়েছে। এখানে বিমানের কার্যক্ষমতা, ক্রুদের যোগ্যতা, ইত্যাদির মানদণ্ডও উঁচু। গত ২ জুলাই ছেংতু এয়ারলাইন্স এআরজে-২১ বিমান উচ্চ উচ্চতায় প্রথম নির্ধারিত ফ্লাইট চালু করেছে, যা যাতায়াত করছে সিনচিয়াংয়ের কাশগর থেকে ট্যাক্সকোরগান পর্যন্ত। এখন পর্যন্ত, ফ্লাইটের পারফরমেন্স সন্তোষজনক বলে জানা গেছে।

চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে, মালভূমি এলাকায় বেসামরিক বিমানের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চীন পশ্চিমাঞ্চলের অবস্থা অনুযায়ী, এআরজে-২১ বিমান নকশা করেছে। এবারের ‘ছিংহাই-সিচাং মালভূমির চারপাশে’ এ বিমানের পরীক্ষামূলক ফ্লাইটের মাধ্যমে মালভূমিতে এর কার্যদক্ষতা যাচাই করা হবে। এটি অভ্যন্তরীণ বাণিজ্যিক বিমানের জন্য ভিত্তি স্থাপন করবে, যাতে আরও উচ্চ-উচ্চতার রুট খোলা যায়।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বরুড়ায় টিম ফর ফিউসার এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

SBN

SBN

চীনের মালভূমি এলাকায় বিমানের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে

আপডেট সময় ০৯:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

সম্প্রতি চীনে তৈরী বাণিজ্যিক বিমান এআরজে-২১, সিছুয়ান প্রদেশের ছেংতু শহরের শুয়াংলিউ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করে, সফলভাবে প্রদেশটির আবা হংইউয়ান বিমানবন্দরে পৌঁছায়। এর মাধ্যমে, ‘ছিংহাই-সিচাং মালভূমির চারপাশে’ এআরজে-২১ বিমানের এক মাসেরও বেশি সময়ব্যাপী পরীক্ষামূলক ফ্লাইটের উদ্বোধন হলো।

পরিকল্পনা অনুযায়ী, এআরজে-২১ বিমান সিছুয়ান প্রদেশের ছেংতু, ছিংহাই প্রদেশের সিনিং, ও সিচাংয়ের লাসা এবং কানসু প্রদেশের বিভিন্ন মালভূমিতে অবস্থিত বিমানবন্দরগুলোতে যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত বিমানবন্দর ও সংশ্লিষ্ট বিমানরুটে এআরজে-২১ বিমানের অভিযোজন ক্ষমতা পরীক্ষা করা, বিমানবন্দরগুলোর বিভিন্ন পরিষেবা-সরঞ্জামের উপযুক্ততা যাচাই করা, এবং বিশেষ ফ্লাইটের প্রয়োজনীয়তা যাচাই করা হবে এই ফ্লাইটের লক্ষ্য।

চীনা বেসামরিক বিমান চলাচল ব্যুরোর নিয়ম অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৩৮ মিটার বা তারচেয়ে বেশি উচ্চতার বিমানবন্দরগুলো হলো উচ্চ উচ্চতার বিমানবন্দর। চীনে মোট ২৫টি উচ্চ উচ্চতার বিমানবন্দর আছে। বিশ্বের উচ্চ উচ্চতার বিমানবন্দরগুলোর ৫০ শতাংশই চীনে অবস্থিত। মালভূমি এলাকায় পাতলা বাতাস, জটিল ভূখণ্ড, এবং পরিবর্তনশীল আবহাওয়া রয়েছে। এখানে বিমানের কার্যক্ষমতা, ক্রুদের যোগ্যতা, ইত্যাদির মানদণ্ডও উঁচু। গত ২ জুলাই ছেংতু এয়ারলাইন্স এআরজে-২১ বিমান উচ্চ উচ্চতায় প্রথম নির্ধারিত ফ্লাইট চালু করেছে, যা যাতায়াত করছে সিনচিয়াংয়ের কাশগর থেকে ট্যাক্সকোরগান পর্যন্ত। এখন পর্যন্ত, ফ্লাইটের পারফরমেন্স সন্তোষজনক বলে জানা গেছে।

চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে, মালভূমি এলাকায় বেসামরিক বিমানের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চীন পশ্চিমাঞ্চলের অবস্থা অনুযায়ী, এআরজে-২১ বিমান নকশা করেছে। এবারের ‘ছিংহাই-সিচাং মালভূমির চারপাশে’ এ বিমানের পরীক্ষামূলক ফ্লাইটের মাধ্যমে মালভূমিতে এর কার্যদক্ষতা যাচাই করা হবে। এটি অভ্যন্তরীণ বাণিজ্যিক বিমানের জন্য ভিত্তি স্থাপন করবে, যাতে আরও উচ্চ-উচ্চতার রুট খোলা যায়।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।