ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত আইসক্রিম ফ্যাক্টরী থেকে যুবকের লাশ উদ্ধার Logo টেকনাফে ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ Logo টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার Logo কটিয়াদীর করগাঁও ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ Logo কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস- শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ Logo খুলনায় ৫০০ গ্রাম গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ী আটক Logo মুরাদনগরে অবৈধ ড্রেজারের কবলে তিন ফসলি জমি! বিলীন হচ্ছে কৃষকের আশা Logo জাজিরায় দুই ছেলে ও সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিধবা মায়ের সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ Logo লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক

চীনে উচ্চ প্রযুক্তির উৎপাদন উন্নত হচ্ছে

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১০:৪৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

পূর্ববর্তী উৎপাদন খাতের দ্রুত প্রবৃদ্ধি এবং বহি:পরিবেশের তীব্র পরিবর্তনের প্রভাবে এপ্রিল মাসে চীনের উৎপাদন ক্রয় ব্যবস্থাপক সূচক বা পিএমআই ছিল ৪৯ শতাংশ। জাতীয় পরিসংখ্যান ব্যুরো পরিষেবা শিল্প জরিপ কেন্দ্র এবং চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং গতকাল (বুধবার) এ তথ্য প্রকাশ করেছে।

এপ্রিল মাসে উৎপাদন-সূচক ও নতুন অর্ডার সূচক যথাক্রমে ৪৯.৮ ও ৪৯.২ শতাংশ, যা গত মাসের চেয়ে ২.৮ ও ২.৬ শতাংশ কমেছে। উৎপাদন ও বাজার চাহিদা উভয়ই হ্রাস পেয়েছে। শিল্পের দৃষ্টিকোণ থেকে দেখে, কৃষি ও পার্শ্ববর্তী খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য, মদ, পানীয়, পরিশোধিত চা ও ওষুধ শিল্পের দুটি সূচক সব ৫৩ শতাংশের বেশি। টেক্সটাইল পোশাক, ধাতবপণ্য শিল্পের দুটি সূচক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং সংকটজনক স্তরের নীচে রয়েছে।

উচ্চ প্রযুক্তির উৎপাদন উন্নত হচ্ছে। উচ্চ প্রযুক্তিগত উৎপাদন শিল্পের পিএমআই ছিল ৫১.৫ শতাংশ, যা সামগ্রিক উৎপাদন স্তরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সরঞ্জাম উত্পাদন, ভোগ্যপণ্য ও উচ্চ-শক্তি- ব্যবহারকারী শিল্পের পিএমআই যথাক্রমে ৪৯.৬, ৪৯.৪ ও ৪৭.৭ শতাংশ, যা গত মাসের চেয়ে ২.৪, ০.৬ ও ১.৬ শতাংশ কমেছে।

অপর্যাপ্ত বাজার চাহিদা ও কিছু বাল্ক পণ্যের দামের হ্রাস ইত্যাদি কারণে প্রধান কাঁচামালের ক্রয়মূল্য সূচক ও কারখানার বিক্রয় মূল্যসূচক যথাক্রমে ৪৯ ও ৪৪.৮ শতাংশ, যা গত মাসের চেয়ে ২.৮ ও ৩.১ শতাংশ কমেছে। উৎপাদন শিল্পের সামগ্রিকভাবে দামের স্তর হ্রাস পেয়েছে।
উৎপাদন ও পরিচালনা কার্যকলাপ প্রত্যাশা সূচক শিল ৫২.১ শতাংশ। কিছু শিল্প ও উদ্যোগ তাদের সাম্প্রতিক উন্নয়নের উপর দৃঢ় আস্থা রাখে। এর মধ্যে খাদ্য, মদ, পানীয়, পরিশোধিত চা, রেলওয়ে, জাহাজ, মহাকাশ সরঞ্জাম ইত্যাদি শিল্পের উৎপাদন ও পরিচালনা কার্যকলাপ প্রত্যাশা সূচকশুলো ৫৮ শতাংশের বেশি উচ্চ স্তরে রয়েছে।

সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত আইসক্রিম ফ্যাক্টরী থেকে যুবকের লাশ উদ্ধার

SBN

SBN

চীনে উচ্চ প্রযুক্তির উৎপাদন উন্নত হচ্ছে

আপডেট সময় ১০:৪৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

পূর্ববর্তী উৎপাদন খাতের দ্রুত প্রবৃদ্ধি এবং বহি:পরিবেশের তীব্র পরিবর্তনের প্রভাবে এপ্রিল মাসে চীনের উৎপাদন ক্রয় ব্যবস্থাপক সূচক বা পিএমআই ছিল ৪৯ শতাংশ। জাতীয় পরিসংখ্যান ব্যুরো পরিষেবা শিল্প জরিপ কেন্দ্র এবং চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং গতকাল (বুধবার) এ তথ্য প্রকাশ করেছে।

এপ্রিল মাসে উৎপাদন-সূচক ও নতুন অর্ডার সূচক যথাক্রমে ৪৯.৮ ও ৪৯.২ শতাংশ, যা গত মাসের চেয়ে ২.৮ ও ২.৬ শতাংশ কমেছে। উৎপাদন ও বাজার চাহিদা উভয়ই হ্রাস পেয়েছে। শিল্পের দৃষ্টিকোণ থেকে দেখে, কৃষি ও পার্শ্ববর্তী খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য, মদ, পানীয়, পরিশোধিত চা ও ওষুধ শিল্পের দুটি সূচক সব ৫৩ শতাংশের বেশি। টেক্সটাইল পোশাক, ধাতবপণ্য শিল্পের দুটি সূচক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং সংকটজনক স্তরের নীচে রয়েছে।

উচ্চ প্রযুক্তির উৎপাদন উন্নত হচ্ছে। উচ্চ প্রযুক্তিগত উৎপাদন শিল্পের পিএমআই ছিল ৫১.৫ শতাংশ, যা সামগ্রিক উৎপাদন স্তরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সরঞ্জাম উত্পাদন, ভোগ্যপণ্য ও উচ্চ-শক্তি- ব্যবহারকারী শিল্পের পিএমআই যথাক্রমে ৪৯.৬, ৪৯.৪ ও ৪৭.৭ শতাংশ, যা গত মাসের চেয়ে ২.৪, ০.৬ ও ১.৬ শতাংশ কমেছে।

অপর্যাপ্ত বাজার চাহিদা ও কিছু বাল্ক পণ্যের দামের হ্রাস ইত্যাদি কারণে প্রধান কাঁচামালের ক্রয়মূল্য সূচক ও কারখানার বিক্রয় মূল্যসূচক যথাক্রমে ৪৯ ও ৪৪.৮ শতাংশ, যা গত মাসের চেয়ে ২.৮ ও ৩.১ শতাংশ কমেছে। উৎপাদন শিল্পের সামগ্রিকভাবে দামের স্তর হ্রাস পেয়েছে।
উৎপাদন ও পরিচালনা কার্যকলাপ প্রত্যাশা সূচক শিল ৫২.১ শতাংশ। কিছু শিল্প ও উদ্যোগ তাদের সাম্প্রতিক উন্নয়নের উপর দৃঢ় আস্থা রাখে। এর মধ্যে খাদ্য, মদ, পানীয়, পরিশোধিত চা, রেলওয়ে, জাহাজ, মহাকাশ সরঞ্জাম ইত্যাদি শিল্পের উৎপাদন ও পরিচালনা কার্যকলাপ প্রত্যাশা সূচকশুলো ৫৮ শতাংশের বেশি উচ্চ স্তরে রয়েছে।

সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।