
চলতি বছর চীনের বিদ্যুৎ খাতের মোট উৎপাদন-ক্ষমতা ৩৬০ কোটি কিলোওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্র ধার্য করা হয়েছে। চীনের জাতীয় জ্বালানি প্রশাসন ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত এক নির্দেশিকায় এ লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে। নির্দেশিকায় শক্তি’র নিরাপত্তা সুরক্ষা-সক্ষমতার ক্রমাগত বৃদ্ধি, শক্তিকাঠামো সমন্বয় ও অপ্টিমাইজেশন এবং নতুন শক্তি’র প্রযুক্তি, নতুন শিল্প ও নতুন মডেল বিকাশের নীতিগত লক্ষ্য ও কর্তব্য প্রস্তাব করা হয়।
নির্দেশিকায় ২০২৫ সালের জন্য জ্বালানি খাতের মূল যে লক্ষ্যগুলো তুলে ধরা হয়, সেগুলো হচ্ছে: সরবরাহ নিরাপত্তা সক্ষমতার দিক থেকে মোট জাতীয় জ্বালানি উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাবে; কয়লা উৎপাদনে স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে; অপরিশোধিত তেল উৎপাদন ২০ কোটি টনেরও বেশি হবে; প্রাকৃতিক গ্যাসের উৎপাদন দ্রুত বৃদ্ধির প্রবণতা বজায় রাখবে; তেল ও গ্যাসের মজুদের পরিমাণ বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে; শিল্প, পরিবহন ও স্থাপত্যসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে নতুন অগ্রগতি হবে; নতুন জ্বালানি খরচ ও নিয়ন্ত্রণের জন্য নীতি ও ব্যবস্থা আরও উন্নত করা হবে; সবুজ ও কম-কার্বন উন্নয়নের জন্য নীতিগত ব্যবস্থা আরও পূর্ণাঙ্গ করা হবে; ইত্যাদি।
জাতীয় জ্বালানি প্রশাসনের মুখপাত্র চাং সিং বলেন, বর্তমানে চীনের জ্বালানি উন্নয়ন কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও গুরুতর, বিদেশে তেল ও গ্যাস উৎপাদনের হার এখনও বেশি, মূল জ্বালানি প্রযুক্তি ও সরঞ্জামগুলোর গবেষণা ও উন্নয়ন এখনও জোরদার করা প্রয়োজন এবং জ্বালানি ব্যবস্থা ও প্রক্রিয়ার সংস্কার আরও গভীর করা প্রয়োজন।
সূত্র: লিলি, চায়না মিডিয়া গ্রুপ।