২০২৪ সালের শেষ পর্যন্ত চীনে বিদ্যুত-চালিত গাড়ির সংখ্যা ৩১.৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে; যা মোট গাড়ির পরিমাণের ৮.৯ শতাংশ। ২০২৪ সালে নতুন নিবন্ধিত বিদ্যুত-চালিত গাড়ির সংখ্যা ১১.২৫ মিলিয়ন, যা নতুন নিবন্ধিত গাড়ির সংখ্যার ৪১.৮৩ শতাংশ এবং আগের বছরের চেয়ে ৩.৮২ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। চীনা জননিরাপত্তা মন্ত্রণালয়ের আজ (শুক্রবার) এ তথ্য জানায়।
জননিরাপত্তা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০১৪ সালে চীনের বিদ্যুত-চালিত গাড়ির সংখ্যা ছিল ১.২ লাখ। ২০১৯ সালে এই সংখ্যা ১.২ মিলিয়নে পৌঁছেছে। ২০২২ সালের জুন মাসে বিদ্যুত-চালিত গাড়ির সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে, ২০২৩ সালের শেষে ২ কোটি ছাড়িয়ে গেছে। দেখা যায়, চীনে বিদ্যুত-চালিত গাড়ির সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর দ্রুত উন্নয়নের পেছনে রয়েছে ব্যাটারি, মোটর ও ইলেকট্রনিক নিয়ন্ত্রণসহ হার্ড-কোর প্রযুক্তির অগ্রগতি, চার্জিং পাইলের মতো সহায়ক ব্যবস্থার উন্নয়ন এবং ভোক্তাদের পরিবেশগত সচেতনতার উন্নতি।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বলেন, চীনে বিদ্যুত-চালিত গাড়ির উন্নয়ন ও চাহিদার বিপুল সম্ভাবনা রয়েছে; যা চীনা বিদ্যুত-চালিত গাড়ি শিল্প উন্নয়নে শক্তিশালী সমর্থন দেবে।
সূত্র:তুহিনা-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।