
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ৯ জুলাই কায়রোতে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইতের সাথে এক সাক্ষাতে মিলিত হয়েছেন।
সাক্ষাতের সময় লি ছিয়াং বলেন, বর্তমানে, চীন-আরব সম্পর্ক ইতিহাসের সেরা সময়ে প্রবেশ করেছে। চীন সর্বদা আরব দেশগুলোর সাথে সম্পর্ককে কৌশলগত উচ্চতা থেকে দেখেছে এবং উন্নত করেছে, আরব দেশগুলোর ন্যায্য কার্যক্রমকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। চীন, আরব দেশগুলোর সাথে পারস্পরিক কৌশলগত আস্থা বৃদ্ধি করতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে, আধুনিকীকরণ এগিয়ে নিতে একসাথে কাজ করতে এবং চীন-আরব অভিন্ন স্বার্থের কমিউনিস্ট গঠন করতে ইচ্ছুক। চীন আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য আরব পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক। আরব লীগ, চীন-আরব সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করে বেইজিং।
ঘেইত বলেন, আরব লীগ দৃঢ়ভাবে এক-চীন নীতিকে সমর্থন করে। সংস্থাটি বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে চীনের সাথে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক। আরব লীগ চীনের সাথে প্রথম চীন-আরব শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন অব্যাহত রাখতে এবং আগামী বছর যৌথভাবে দ্বিতীয় শীর্ষ সম্মেলনের ভালো আয়োজন করতে চায়।
সূত্র : ওয়াং তান হোং রুবি,চায়না মিডিয়া গ্রুপ।