
সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ‘গ্লোবাল গভর্নেন্স ইয়ুথ অ্যাকশন’ প্রতিপাদ্যের আলোকে একটি মিডিয়া ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং একটি লিখিত ভাষণ দেন। অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উ পেং, আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান নকোসাজানা দ্লামিনি-জুমা এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কার্যালয়ের নারী, যুব ও প্রতিবন্ধী বিভাগের পরিচালক মুলিসা মাগিদি এতে বক্তৃতা দেন। জোহানেসবার্গে চীনের কনসাল জেনারেল প্যান ছিংচিয়াং সহ দক্ষিণ আফ্রিকার সরকারি কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী সমাজের শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
লিখিত ভাষণে শেন হাই সিয়োং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতির ভবিষ্যতের কথা ভেবে একটি বৈশ্বিক শাসন উদ্যোগের প্রস্তাব করেছিলেন, যা আন্তর্জাতিক সমাজের কাছে সমাদৃত হয়েছে। এটি কেবল চীনের একটি জনকল্যাণমূলক পদক্ষেপই নয়, বরং বিশ্বব্যাপী তরুণদেরও সাধারণ প্রত্যাশা। সিএমজি সব সময় বিশ্বের যুবসমাজের ওপর গুরুত্ব দেয় এবং ৮৫টি ভাষার মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিময়ের জন্য আরও প্ল্যাটফর্ম তৈরি করবে, যেন বিভিন্ন দেশের তরুণরা একসঙ্গে অগ্রগতির গল্প বলতে পারে।
রাষ্ট্রদূত উ পেং বলেন, চলতি মাসে জোহানেসবার্গে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যা আফ্রিকা মহাদেশে প্রথম। চীন আশা করে, এই শীর্ষ সম্মেলন বিশ্ব শাসন প্রক্রিয়ায় একটি স্বতন্ত্র আফ্রিকান ছাপ ফেলবে এবং এতে চীন ও আফ্রিকার তরুণরা সক্রিয়ভাবে অবদান রাখবে। তিনি আরও বলেন, জি-২০, ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মগুলো ইতোমধ্যে যুব সংলাপের মঞ্চ প্রতিষ্ঠা করেছে, যা তরুণদের শাসনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, গ্লোবাল সাউথ নিউজ নেটওয়ার্ক, কেনিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন, জাম্বিয়ার ৫এফএম রেডিও এবং রুয়ান্ডা-চায়না রিভিউ নেটওয়ার্কসহ বেশ কয়েকটি আফ্রিকান দেশের মূলধারার মিডিয়া এই ইভেন্টটির খবর প্রচার করেছে।
সূত্র: জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 























