ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করবে

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৭:৪৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

৪ঠা জুন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েই তুং বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে চীন-বাংলাদেশ ১৩তম দফার কূটনৈতিক আলোচনা আয়োজন করেছেন।

দু’পক্ষ মনে করে যে, চীন ও বাংলাদেশের উন্নয়নের ধারণা এবং কৌশলে অনেক মিল আছে। দু’দেশ পরস্পরের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯ বছরে, দু’দেশ সবসময় পরস্পরকে সম্মান করে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা করে, পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একে-অপরকে সমর্থন করে, নিজস্ব অবস্থার সঙ্গে উপযুক্ত আধুনিকায়নের পথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

দু’পক্ষ জোর দিয়ে বলেছে যে, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্ব ও চেষ্টায়, চীন ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। দু’দেশ ভালোভাবে দু’দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি মেনে চলবে, রাজনৈতিক আস্থা সম্প্রসারণ করবে, উন্নয়ন কৌশলের সংযোগ জোরদার করবে, ঐতিহ্যবাহী মৈত্রী বৃদ্ধি করবে, উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ করবে, ‘তিনটি বৈশ্বিক উদ্যোগ’ দ্রুত বাস্তবায়ন করবে এবং চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করবে।

দু’পক্ষ অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছে
সূত্র:শুয়েই-তৌহিদ-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করবে

আপডেট সময় ০৭:৪৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

৪ঠা জুন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েই তুং বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে চীন-বাংলাদেশ ১৩তম দফার কূটনৈতিক আলোচনা আয়োজন করেছেন।

দু’পক্ষ মনে করে যে, চীন ও বাংলাদেশের উন্নয়নের ধারণা এবং কৌশলে অনেক মিল আছে। দু’দেশ পরস্পরের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯ বছরে, দু’দেশ সবসময় পরস্পরকে সম্মান করে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা করে, পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একে-অপরকে সমর্থন করে, নিজস্ব অবস্থার সঙ্গে উপযুক্ত আধুনিকায়নের পথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

দু’পক্ষ জোর দিয়ে বলেছে যে, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্ব ও চেষ্টায়, চীন ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। দু’দেশ ভালোভাবে দু’দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি মেনে চলবে, রাজনৈতিক আস্থা সম্প্রসারণ করবে, উন্নয়ন কৌশলের সংযোগ জোরদার করবে, ঐতিহ্যবাহী মৈত্রী বৃদ্ধি করবে, উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ করবে, ‘তিনটি বৈশ্বিক উদ্যোগ’ দ্রুত বাস্তবায়ন করবে এবং চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করবে।

দু’পক্ষ অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেছে
সূত্র:শুয়েই-তৌহিদ-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।