
১৭ জুলাই,(বৃহস্পতিবার) বিকেলে বেইজিংয়ে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী পেং লি ইউয়ান, ‘দা বন্ড উইথ খুলিয়াং: চায়না-ইউএস ইয়ুথ ফ্রেন্ডশিপ ইভেন্ট ২০২৫’-এ অংশগ্রহণ করেন ও ভাষণ দেন।
ফ্রেন্ডস অফ খুলিয়াং-এর প্রতিষ্ঠাতা এলিন ম্যাকইনিস এবং আইওয়া থেকে আসা প্রেসিডেন্ট সি’র বন্ধু লুকা বেরোন অনুষ্ঠানে পর্যায়ক্রমে খুলিয়াং-এর গল্প, চীন-মার্কিন জনগণ পর্যায়ের বিনিময়, এবং স্থানীয় সহযোগিতার অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তাঁরা চীনের প্রতি তাদের গভীর আবেগ এবং উভয় দেশের যুবসমাজের প্রতি প্রেসিডেন্ট সি’র আবেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা মার্কিন-চীন বন্ধুত্ব প্রচারে অবদান রেখে যাবে বলেন জানান।
অনুষ্ঠানে মার্কিন যুব প্রতিনিধিরা চীন সফরের অভিজ্ঞতা ভাগাভাগি করে বলেন, তাঁরা নতুন প্রজন্মের বন্ধুত্বের দূত হতে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বের মহান গল্প এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
বক্তৃতায়, পেং লি ইউয়ান বলেন, খুলিয়াং-এর শতাব্দী-প্রাচীন গল্প এবং আইওয়াতে তার পুরানো বন্ধুদের সাথে প্রেসিডেন্ট সি’র ৪০ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব, চীন-মার্কিন বন্ধুত্বের প্রতীক। যদিও দুই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং ভাষা ভিন্ন, তবুও চীনা ও আমেরিকান জনগণ তাদের পরিবারকে ভালোবাসে এবং তারা দয়ালু, বন্ধুত্বপূর্ণ, পরিশ্রমী। তাঁরা পরস্পরের ভালো বন্ধু এবং অংশীদার হতে পুরোপুরি সক্ষম।
গত বছর প্রেসিডেন্ট সি ৫ বছরে ৫০ হাজার মার্কিন তরুণ-তরুণীকে চীনে অধ্যয়নের প্রস্তাব দেন। তারপর যুক্তরাষ্ট্রের অনেক তরুণ-তরুণী চীনে সফর করেন। তাঁরা প্রকৃত চীনের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি, নতুন বন্ধু তৈরি করেছেন এবং চীন-মার্কিন বন্ধুত্বের নতুন অধ্যায় রচনা করেছেন। যুবসমাজ দেশের ভবিষ্য, সেইসাথে বন্ধুত্বের ভবিষ্য। পেং তরুণদের চীন-মার্কিন বন্ধুত্বের উত্তরাধিকারী এবং শান্তি ও সৌহার্দ্যের প্রবর্তক হওয়ার আহ্বান জানা।
সূত্র: শিশির-আলিম-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।