উৎপল ঘোষ, যশোর জেলা প্রতিনিধিঃ চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রদীপ কুমার মল্লিক (৫০) নামের এক পল্লীবিদ্যুৎ কর্মচারী নিহত হয়েছেন।আজ ১৭ ডিসেম্বর সকালে চৌগাছা কপোতাক্ষ ব্রীজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত প্রদীপ কুমার মল্লিক ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির মহেশপুর জোনাল অফিসের মিটার রিডার পদে চাকুরি করতেন। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার ২নং সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত রতন কুমার মল্লিকের ছেলে।
নিহতের ভাই ভরত কুমার মল্লিক জানান, প্রদীপ কুমার শনিবার ভোরে বাড়ী থেকে মহেশপুর যাওয়ার জন্য বের হয়। সকালে মোবাইলে খবর পায় সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সে কয়েকদিন আগে নতুন একটি মোটরসাইকেল কিনেছে। আজ প্রথম মোটরসাইকেলে অফিসে যাচ্ছিল।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আল-ইমরান বলেন, দূর্ঘটনায় তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে এবং হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।