
ছোট্ট একটা জীবন
শিহাব রিফাত আলম
সূর্যের মুখে মুসকান, ছোট্ট একটা জীবন,
স্বপ্নের পাখি উড়ে, আকাশের উড়ান।
বালুর খেলা, পাথরের গল্প,
হাসির ছায়া, ছোট্ট এক অধ্যায়।
ছোট্ট পায়ে ভূমিকা নাটক,
মায়ার আশা, স্নেহের লোক।
শখের বৃষ্টি, কুসুমের মেলা,
ছোট্ট জীবন, সবুজ স্বপ্নের খেলা।