
ছোট্ট মনি আনহা
মোঃ রেজাউল করিম সোহেল
ছোট্ট মনি আনহা, সবার প্রাণের ধন,
হাসলে ঝরে যেন বসন্তের বন্যা ক্ষণ।
বাবার কলিজা, চোখের তারা সে,
একটুখানি না দেখলে, বুকের মাঝে জ্বলে কসে।
স্যারের ফুসফুস, প্রাণপণে সে পড়ে,
অ আ ক খ মুখস্থ তার গলে চড়ে।
মায়ের স্বর্ণের চাক্কা, সুখের এক ঠিকানা,
ঘরে ফিরলেই হাসি ফুটে, মুছে যায় সব বেদনা।
মাম মামের ময়না, খিলখিল হেসে ওঠে,
কথা বলে টুনটুনি, আঙুল ধরে হাঁটে।
নানা ভাইয়ের বন্ধু, গল্পে মেতে থাকে,
আলোর মতো উজ্জ্বল মুখ, কার না মন ভরে থাকে!
আনহা শুধু নাম নয়, সে তো এক আলো,
ভালোবাসা দিয়ে গড়া, খুশির এক পালো।
আল্লাহ রাখুক ভালো, করুক দয়ায় ভর,
আনহার জীবন হোক রঙে রাঙানো ঘর।