
ঊর্মি
ভালোবাসার মানুষটাকে দু’হাত দিয়ে জড়িয়ে ধরার মাঝে আছে এক অদ্ভুত ধরনের ঐশ্বরিক অনুভূতি!
প্রচন্ড ভালোলাগা গুলি মস্তিষ্কের কোষ থেকে ছড়িয়ে পড়ে দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে আর রক্ত কনায়।
নিজেকে বড্ড নিরাপদ আর পৃথিবীর সব থেকে সুখী মনে হয় প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চুপ করে লুকিয়ে থাকলে।কিছু ক্ষনের জন্য হলেও না পাওয়ার নীল বেদনা থেকে মুক্তি মেলে।
হৃদপিন্ডের টিপটিপ শব্দটা হয় তখন পৃথিবীর শ্রেষ্ঠ স্মিফনী।জড়িয়ে ধরা মানেই অপার্থিব এক শান্তি। জড়িয়ে থাকার অর্থ হলো সব বাধা পার হয়ে শুধু তোমাতেই মিশে যাওয়া।
জড়িয়ে ধরা মানেই একেবারে চুপ থাকো,আর কোন কথা নয়।
জড়িয়ে ধরা মানেই অব্যক্ত আবেগ গুলিকে এক মূহুর্তেই বুঝে নেওয়া।