
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলার ১০ নম্বর শৈলমারী ইউনিয়নের বানপাড়া সুইচগেট এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম মাসুদ রানা। তিনি দুই দিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। তবে গত রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আজ (রোববার) সকালে বানপাড়া সুইচগেট এলাকায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘিরে আইনানুগ তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























