
ডঃ এ্যাডঃ মোঃ মনিরুজ্জামান মোল্লা
হে বিচ্ছিন্ন হওয়া নড়বড়ে সব মানুষ, আমি ডাকছি তোমাদের,
তোমরা জাগ্রত হতে,
মুষ্টিবদ্ধ হাতে তোমাদের নায্য অধিকার ফিরে পেতে,
জরাজীর্ণ অসহায় অবস্থা থেকে মুক্তি পেতে,
মহাজনের অসভ্য আচরণ থেকে মুক্ত হতে,
বসের রাগ চক্ষুর কৈফিয়ত থেকে মুক্তি পেতে,
আরো মুক্তি পেতে সভ্যতার অশ্লীলতার নোংরামি থেকে।
মহাবিশ্বের অসভ্য দুর্গপ্রাচীর ভেদ করে নতুন করে তোমরা জেগে উঠার জন্যে আমি ডাকছি।
তোমাদের ধ্বংসের দ্বারপ্রান্তে তোমরা দাঁড়িয়ে আছো,
তোমরা বেহুশ বেভুলা হয়ে মরে আছো নরকের
নগ্ন ছোঁয়ায়,
হে মানুষ,
তোমাদের রবের করুণা পেতে তোমরা ফিরে আসো মহাপ্রাপ্তীর নিলয়ে।
হে অন্ধ মানুষের দল!
তোমরা কি শিক্ষা গ্রহণ করছো?
কেন তোমরা বিধ্বস্ত হচ্ছো ঘৃণ্যতার পংকিলতায়?
কেন হাহাকারে কাঁদে বিধাতার দেওয়া চারিধার?
মনুষ্য দানবেরা আজ গিলে খাচ্ছে সব মানুষের আহার।
দমন পীড়ন বৈষম্য রীতি
হয়েছে গলার ফাস,
মানুষ ভেদিয়া দস্যূতা বেশে করছে সর্বনাশ।
তাই হে মানুষ,
ডাক এসেছে,
জেগে উঠার প্রেরণাতে,
রুদ্ধতা সব মিছমার
করে,
এসো বীর বেশে,
মুক্ত,শুভ্রতায় ঘেরা স্বপ্নীল পৃথিবীর সীমানাতে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























