
রিয়া আক্তার, জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় জুলাই গনঅভ্যুত্থানে বিজয়ের বর্ষ পুর্তি উপলক্ষে ২৪ এর জুলাই গনঅভ্যুত্থানের শহীদ দুলাল মাহমুদের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল ৫ আগষ্ট রোজ মঙ্গলবার বেলা ১১ টায় জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহার এর নির্দেশনায় মেডিকেল অফিসার ডাঃ শাকিল বিন সিরাজের নেতৃত্বে জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল উপজেলার বড় কান্দি ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের চরখাগুটিয়া গ্রামে মোঃ সিদ্দিক খালাসীর বাড়িতে উপস্থিত হয়।
জুলাই শহিদ দুলাল মাহমুদের কবর জিয়ারত করে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত শেষে শহিদ দুলাল মাহমুদের পরিবারের সদস্যদের সাথে সমবেদনা প্রকাশ করে তাদের পরিবারের সকল সদস্যদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবতীয় চিকিৎসা বিনামূল্যে দেয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ রোমান মিয়া, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সাইয়েদ মোহাম্মদ মাসুম সহ অন্যান্ন কর্মচারী বৃন্দ।