
চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ২৪শে সেপ্টেম্বর (বুধবার) সকালে সিনচিয়াং ইউগুর স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৭০ বছরের অর্জনের প্রদর্শনী পরিদর্শন করেন।
তিনি জোর দিয়ে বলেন, গত ৭০ বছরে সিনচিয়াংয়ের অসাধারণ পরিবর্তনগুলো চীনা জাতির মহান পুনর্জাগরণের ঐতিহাসিক প্রক্রিয়ার একটি প্রাণবন্ত উদাহরণ। অনুশীলন প্রমাণ করেছে যে, আমাদের পার্টির প্রতিষ্ঠিত আঞ্চলিক জাতিগত স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পূর্ণ সঠিক, নতুন যুগে পার্টির সিনচিয়াং শাসন কৌশল বৈজ্ঞানিক ও কার্যকর, এটি দীর্ঘ সময় ধরে মেনে চলতে হবে এবং নতুন বাস্তবতার সঙ্গে সংযুক্ত করে বাস্তবায়ন করতে হবে।
এই প্রদর্শনী ৩টি অংশ রয়েছে, সার্বিকভাবে বিগত ৭০ বছরে সিপিসি’র দৃঢ় নেতৃত্বে ও দেশের বিভিন্ন অংশের সমর্থনে সিনচিয়াংয়ের সকল জাতির মানুষের ঐক্য, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংগ্রামের মাধ্যমে অর্জিত উজ্জ্বল সাফল্য।
সি চিন পিং মনোযোগ সহকারে প্রদর্শনী দেখেন, মাঝে মাঝে প্রাসঙ্গিক তথ্য বিস্তারিতভাবে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, এই প্রদর্শনী ইতিবাচক শক্তিতে পূর্ণ ও অনুপ্রেরণাদায়ক। প্রদর্শনী দেখার আয়োজন করা উচিত, পুরানো ও নতুনের তুলনা এবং প্রাণবন্ত উদাহরণের মাধ্যমে মানুষের মন ও শক্তিকে একত্রিত করবে, সকল জাতির কর্মী ও জনগণকে চীনা জাতীয় সম্প্রদায়ের অভিন্ন চেতনা তৈরিতে উত্সাহিত করবে, একসঙ্গে অভিন্ন সমৃদ্ধির পথে সুখী ও সুন্দর জীবন তৈরি করবে।
সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 



























