ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘে চীনের আহ্বান: আফগান ইস্যুতে বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

গত (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক একটি উন্মুক্ত সম্মেলনে জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকলেও দেশটি মানবিক, উন্নয়ন, মানবাধিকার ও সন্ত্রাস দমনসহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। আন্তর্জাতিক সমাজের উচিত বস্তুনিষ্ঠ, ন্যায্য, যুক্তিসঙ্গত এবং বাস্তব মনোভাব নিয়ে আফগান ইস্যুটি দেখা এবং ঐক্যবদ্ধভাবে আফগানিস্তানকে সাহায্য করে যত দ্রুত সম্ভব সঠিক পথে ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, ইতিহাস ও বাস্তবতার কারণে আন্তর্জাতিক সমাজের সঙ্গে আফগানিস্তানের একীভূতকরণ কেবল ধীরে ধীরেই সম্ভব। এর বাস্তবায়নে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার অভাব রয়েছে। সম্প্রতি একটি দেশ আফগানিস্তানে নিজ দেশের নাগরিক আটকের অজুহাতে কয়েকবার আফগান সরকারি কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার অব্যাহতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে, যা আন্তর্জাতিক সমাজের সঙ্গে আফগানিস্তানের স্বাভাবিক আদান-প্রদানে গুরুতর হস্তক্ষেপের সামিল। দেশটি নিজ দেশের স্বার্থ রক্ষার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে, যা নিরাপত্তা পরিষদে অসন্তোষ সৃষ্টি করেছে। চীন ওই দেশটিকে যত দ্রুত সম্ভব এমন আচরণ বন্ধ করার তাগিদ দেয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আফগান নিষেধাজ্ঞা কমিটিকে আফগান সরকারি কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার অব্যাহতি নিয়ে পুনরায় আলোচনা করার আহ্বান জানায়।

সূত্র:শিশির-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে চীনের আহ্বান: আফগান ইস্যুতে বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি

আপডেট সময় ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

গত (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক একটি উন্মুক্ত সম্মেলনে জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকলেও দেশটি মানবিক, উন্নয়ন, মানবাধিকার ও সন্ত্রাস দমনসহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। আন্তর্জাতিক সমাজের উচিত বস্তুনিষ্ঠ, ন্যায্য, যুক্তিসঙ্গত এবং বাস্তব মনোভাব নিয়ে আফগান ইস্যুটি দেখা এবং ঐক্যবদ্ধভাবে আফগানিস্তানকে সাহায্য করে যত দ্রুত সম্ভব সঠিক পথে ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, ইতিহাস ও বাস্তবতার কারণে আন্তর্জাতিক সমাজের সঙ্গে আফগানিস্তানের একীভূতকরণ কেবল ধীরে ধীরেই সম্ভব। এর বাস্তবায়নে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার অভাব রয়েছে। সম্প্রতি একটি দেশ আফগানিস্তানে নিজ দেশের নাগরিক আটকের অজুহাতে কয়েকবার আফগান সরকারি কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার অব্যাহতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে, যা আন্তর্জাতিক সমাজের সঙ্গে আফগানিস্তানের স্বাভাবিক আদান-প্রদানে গুরুতর হস্তক্ষেপের সামিল। দেশটি নিজ দেশের স্বার্থ রক্ষার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে, যা নিরাপত্তা পরিষদে অসন্তোষ সৃষ্টি করেছে। চীন ওই দেশটিকে যত দ্রুত সম্ভব এমন আচরণ বন্ধ করার তাগিদ দেয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আফগান নিষেধাজ্ঞা কমিটিকে আফগান সরকারি কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার অব্যাহতি নিয়ে পুনরায় আলোচনা করার আহ্বান জানায়।

সূত্র:শিশির-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।