
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবে। দেশে থাকবে না দুর্নীতি। থাকবে না অনিয়ম। দল মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করবে। একটি সাম্যের সম্প্রীতির অধিকারের বাংলাদেশ গড়ে তুলবে।
রবিবার (১৬ মার্চ) বিকাল ৫টায় চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে চৌদ্দগ্রাম পৌর জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে আজকে রাজনীতিতে সংকটের প্রধান কারণ হচ্ছে ভোটার বিহীন নির্বাচন। এটাকে যদি আমরা পুনরুদ্ধার করতে চাই তাহলে প্রয়োজন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। তাহলে বাংলাদেশ জনগণের প্রতিনিধিত্বের একটি রাজনীতি ও সংসদীয় প্রতিনিধিত্ব ধারা চালু হবে। তাহলে বাংলাদেশ আর বিশৃঙ্খলা থাকবে না।
চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোঃ শাহজাহান এডভোকেট। দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন।
পৌর জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জয়নাল আবেদীন, পৌর জামায়াতের নায়েরে আমীর কাজী এয়াছিন প্রমুখ।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।