
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদগণের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
১৯ জুলাই সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাজী নাজমুল হক ও শহীদ তিন পরিবারের সদস্যদের কে নিয়ে তিনটি বৃক্ষরোপণ করেন উপজেলা পরিষদের ভেতরে মসজিদের পাশে।
শহীদ তাজুল ইসলাম এর পরিবার জারুল গাছ, শহীদ হাফেজ মাসুদুর রহমান মানিকের পরিবার সোনালো, শহীদ আল আমিনের পরিবার বকুল গাছ রোপন করেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ পরিবারের পক্ষে মোঃ বাবুল মিয়া, তাজুল ইসলাম, সাদ্দাম হোসেন ও আহত নজরুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে উপজেলা মসজিদের খতিব হাফেজ আবুল খায়ের মুনাজাত করেন।