ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনিয়োগ ও বাণিজ্যে বিশ্বকে যুক্ত করছে চীন Logo বিজ্ঞান-অর্থনীতি-বাণিজ্যে আরও বেশি সহযোগিতা কামনা সি চিন পিংয়ের Logo চীনা ওয়াই-২০ বিমানে ত্রাণসামগ্রী আফগানিস্তানে Logo লাকসামে নরপাটি ও ফতেপুর খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন, সভাপতি মির্জা ফয়সল, সম্পাদক পয়গা Logo কটিয়াদীতে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় হতদরিদ্র নারীদের মাঝে চাল বিতরণ Logo জুলাই সনদ সংবিধান থেকে বড় নয় -এলডিপি মহাসচিব ড. রেদোয়ান Logo শাহরাস্তিতে মাদ্রাসার সভাপতি ও সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন Logo বিয়ের দুই মাসের আগেই প্রেমিকা নিয়ে পালালেন স্বামী, অভিমানে নববধূর আত্মহত্যা Logo শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে : জেলা প্রশাসক, গাইবান্ধা

জুলাই সনদ সংবিধান থেকে বড় নয় -এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

টি.আর দিদার, চান্দিনা (কুমিল্লা)

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা জামায়াতে ইসলামীর সাথে মিলে দাবি করছে জুলাই সনদের উপর নির্বাচন হতে হবে। ৭২ এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। এ জাতীয় কথা সম্পূর্ণ অবাস্তব। কারণ জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর আতিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বাতাঘাসী ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন- তারা বলছে আওয়ামী লীগের সংবিধান বাতিল করে দিতে হবে। এই সংবিধান আওয়ামী লীগের নয়, এই সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা এই তিনটি বিষয়ের উপর ৭২ এর সংবিধান রচনা করা হয়। সুতরাং সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবেক ওই প্রতিমন্ত্রী ছাত্রদের উদ্দেশ্য করে বলেন- আন্দোলনের আগে তোমরা কোন সংস্কারের কথা বলনি। কিন্তু বিএনপি ২০২২ সাল থেকে তাদের ৩১ দফা দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এদেশে সংস্কারের কথা তাদের ম্যানুফেস্টুতে বলেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন সকল রাজনৈতিক দল নিয়ে এবং যারা যুগপৎ আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করবেন। সরকার গঠিত হলে তারেক রহমানের নেতৃত্বে ৩১দফার প্রতিটি প্রস্তাব বাস্তবায়িত হবে।

‘শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবো না’ জামায়াতে ইসলামীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন- শেখ হাসিনার ফাঁসি কার্যকর হতে ২০ বছর লাগবে, এতোদিন বাঁচে কিনা সন্দেহ। সে যে অপরাধ ও অন্যায় করেছে ট্রাইব্যুনাল যদি তার ফাঁসির আদেশও দেয়, তাতে কি তার ফাঁসির আদেশ কার্যকর হয়ে যাবে? বিচার ও ফাঁসির আদেশ কার্যকরের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। তার যে বিচার হয় সেই বিচার কার্যকর করতে নির্বাচিত সরকার চেষ্টা চালাবে।

বাতাঘাসী ইউনিয়ন এলডিপি নেতা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. সাদেকুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে শাহজাহান সিরাজকে সভাপতি, হানিফ মেম্বারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের বাতাঘাসী ইউনিয়ন এলডিপি’র কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ ও বাণিজ্যে বিশ্বকে যুক্ত করছে চীন

SBN

SBN

জুলাই সনদ সংবিধান থেকে বড় নয় -এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

আপডেট সময় ০৮:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

টি.আর দিদার, চান্দিনা (কুমিল্লা)

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা জামায়াতে ইসলামীর সাথে মিলে দাবি করছে জুলাই সনদের উপর নির্বাচন হতে হবে। ৭২ এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। এ জাতীয় কথা সম্পূর্ণ অবাস্তব। কারণ জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর আতিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বাতাঘাসী ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন- তারা বলছে আওয়ামী লীগের সংবিধান বাতিল করে দিতে হবে। এই সংবিধান আওয়ামী লীগের নয়, এই সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা এই তিনটি বিষয়ের উপর ৭২ এর সংবিধান রচনা করা হয়। সুতরাং সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবেক ওই প্রতিমন্ত্রী ছাত্রদের উদ্দেশ্য করে বলেন- আন্দোলনের আগে তোমরা কোন সংস্কারের কথা বলনি। কিন্তু বিএনপি ২০২২ সাল থেকে তাদের ৩১ দফা দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এদেশে সংস্কারের কথা তাদের ম্যানুফেস্টুতে বলেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন সকল রাজনৈতিক দল নিয়ে এবং যারা যুগপৎ আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করবেন। সরকার গঠিত হলে তারেক রহমানের নেতৃত্বে ৩১দফার প্রতিটি প্রস্তাব বাস্তবায়িত হবে।

‘শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবো না’ জামায়াতে ইসলামীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন- শেখ হাসিনার ফাঁসি কার্যকর হতে ২০ বছর লাগবে, এতোদিন বাঁচে কিনা সন্দেহ। সে যে অপরাধ ও অন্যায় করেছে ট্রাইব্যুনাল যদি তার ফাঁসির আদেশও দেয়, তাতে কি তার ফাঁসির আদেশ কার্যকর হয়ে যাবে? বিচার ও ফাঁসির আদেশ কার্যকরের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। তার যে বিচার হয় সেই বিচার কার্যকর করতে নির্বাচিত সরকার চেষ্টা চালাবে।

বাতাঘাসী ইউনিয়ন এলডিপি নেতা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. সাদেকুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে শাহজাহান সিরাজকে সভাপতি, হানিফ মেম্বারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের বাতাঘাসী ইউনিয়ন এলডিপি’র কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।