ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo পাকুন্দিয়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক Logo শোক থেকে শক্তির অভ্যুদ্বয়: সার্বভৌমত্ব ও মুক্তির চূড়ান্ত লড়াই Logo ঘোড়া বর্ষের প্রতিপাদ্যে চীন-আরব সাংস্কৃতিক সেতুবন্ধন Logo একচীন নীতিতে পুনরায় সমর্থন জানাল তিন আরব দেশ Logo ম্যাকাও প্রধান নির্বাহীর কার্যপ্রতিবেদন শুনলেন প্রেসিডেন্ট সি Logo দাম ও মানের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে এগিয়ে চীনা অটোমোবাইল Logo টানা নবম বছর গ্যাস উৎপাদনে চীনের মাইলফলক Logo শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা Logo বরুড়ায় মরহুম হাজী নোয়াব আলী স্মৃতি স্মরনে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া খুদ্র ব্যবসায়ীদের সহয়তা করলেন “দান সেবা সংঘ”

ঝালকাঠি সদর উপজেলায় নথুল্লাবাদ ইউনিয়নে ১৬ ই মার্চ আনুমানিক রাত দেড়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিরকাঠি বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। যাহাতে আনুমানিক ১০/১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছিল।
যাহার ভিতরে ছিল আওয়ামিলীগ এর ওয়ার্ড কার্যালয় সহ একটি মুদি দোকান ও দুইটি চায়ের দোকান, যাহাদের একমাত্র সংসার চালানোর উপার্জন ছিল এই ব্যাবসা। চা দোকানি আফসার সিকদার জানান, আমি অসহায় হয়ে পড়েছি বলে আমার ছেলেরাও আমার খোজ নেয়নি, তবে বিধাতার ডাকে আমার পাশে এসে দাড়িয়েছে “নথুল্লাবাদ দান সেবা সংঘ” আমি তাদের অন্তর দিয়ে দোয়া করি। চা দোকানি লাবলু তাং জানান যখন দোকান পুড়ে ছাই, কেউ আসেনি পাশে তখনি বুঝি বিধাতা পাঠিয়েছে আমার এলো মেলো সংসার কে গুছিয়ে দিতে। আমার নতুন দোকানে মালামালসহ আমাকে সহয়তা করে পাশে দাড়িয়ে যে উপকাড় করেছেন তার উত্তম প্রতিদান যেন আল্লাহ এই সংগঠনের সকলকে দান করেন। খুব চিন্তিত ছিলাম কয়েকদিন পরেই পবিএ ইদ, সন্তানদের কি দিবো, কিভাবে দিবো, সংসার চালাবো কি করে, আল্লাহ দরবারে লাখো শুকরিয়া এই সংগঠনটিক প্রতিষ্ঠাতা জনাব, রোমান বিশ্বাস আমাদের সবসময় খোজখবর রেখে এই ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে “দান সেবা সংঘের প্রতিষ্ঠাতা মোঃ রোমান বিশ্বাসের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন বিরকাঠী বাজারের সেই ভয়াবহ অগ্নিকান্ড এবং তার পরবর্তি ক্ষতিগ্রস্থ দোকানদারদের আর্তনাদে খুবই মর্মাহত হয়েছিলাম, চেস্টা করছি সাধ্যমত সহযোগিতা করার, যাতে তারা আবার ব্যবসা করে পরিবারের সকলকে নিয়া কোনভাবে তিনবেলা খাবার খেয়ে বাচতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

SBN

SBN

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া খুদ্র ব্যবসায়ীদের সহয়তা করলেন “দান সেবা সংঘ”

আপডেট সময় ০৩:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

ঝালকাঠি সদর উপজেলায় নথুল্লাবাদ ইউনিয়নে ১৬ ই মার্চ আনুমানিক রাত দেড়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিরকাঠি বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। যাহাতে আনুমানিক ১০/১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছিল।
যাহার ভিতরে ছিল আওয়ামিলীগ এর ওয়ার্ড কার্যালয় সহ একটি মুদি দোকান ও দুইটি চায়ের দোকান, যাহাদের একমাত্র সংসার চালানোর উপার্জন ছিল এই ব্যাবসা। চা দোকানি আফসার সিকদার জানান, আমি অসহায় হয়ে পড়েছি বলে আমার ছেলেরাও আমার খোজ নেয়নি, তবে বিধাতার ডাকে আমার পাশে এসে দাড়িয়েছে “নথুল্লাবাদ দান সেবা সংঘ” আমি তাদের অন্তর দিয়ে দোয়া করি। চা দোকানি লাবলু তাং জানান যখন দোকান পুড়ে ছাই, কেউ আসেনি পাশে তখনি বুঝি বিধাতা পাঠিয়েছে আমার এলো মেলো সংসার কে গুছিয়ে দিতে। আমার নতুন দোকানে মালামালসহ আমাকে সহয়তা করে পাশে দাড়িয়ে যে উপকাড় করেছেন তার উত্তম প্রতিদান যেন আল্লাহ এই সংগঠনের সকলকে দান করেন। খুব চিন্তিত ছিলাম কয়েকদিন পরেই পবিএ ইদ, সন্তানদের কি দিবো, কিভাবে দিবো, সংসার চালাবো কি করে, আল্লাহ দরবারে লাখো শুকরিয়া এই সংগঠনটিক প্রতিষ্ঠাতা জনাব, রোমান বিশ্বাস আমাদের সবসময় খোজখবর রেখে এই ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে “দান সেবা সংঘের প্রতিষ্ঠাতা মোঃ রোমান বিশ্বাসের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন বিরকাঠী বাজারের সেই ভয়াবহ অগ্নিকান্ড এবং তার পরবর্তি ক্ষতিগ্রস্থ দোকানদারদের আর্তনাদে খুবই মর্মাহত হয়েছিলাম, চেস্টা করছি সাধ্যমত সহযোগিতা করার, যাতে তারা আবার ব্যবসা করে পরিবারের সকলকে নিয়া কোনভাবে তিনবেলা খাবার খেয়ে বাচতে পারে।