ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণভবন আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে থাকছে না; নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী-মন্ত্রীদের নতুন বাসা খোঁজার উদ্যোগ Logo চান্দিনায় বদরপুর নেছারিয়ান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধন   Logo চাঁদপুরে যুব গণফোরাম কর্মীসভা অনুষ্ঠিত Logo তারেক রহমান রাষ্ট্র প্রধান হলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে.. আব্দুল্লাহ আল মামুন Logo পদ হারালেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব Logo ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু, একজন আহত Logo রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তলসহ গ্রেফতার দুই Logo মোহনপুরে বিয়ের নামে প্রতারণা: ওয়ারেন্টভুক্ত কাজী মোকাদ্দিম হোসেন শাওন গ্রেফতার Logo মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার Logo সাঘাটা থানায় হামলাকারী নিহত যুবকের পরিচয় মিলছে

ঝালকাঠিতে খরিফ-২ মৌসুমে প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

মোঃ জাহিদ, ঝালকাঠি

ঝালকাঠিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় খরিফ-২ মৌসুমে প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে জৈব ও রাসায়নিক সার এবং বালাইনাশক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকার তিনটি প্রদর্শনীর কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, এসএপিপিও ফনি ভূষণ ঢালী এবং এসএএও মো. ফাইজুল ইসলাম।

কৃষকদের উদ্দেশ্যে অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি বলেন, “প্রদর্শনী যেন সফল ও টেকসই হয়, সে জন্য আধুনিক চাষাবাদ পদ্ধতির পাশাপাশি সঠিকভাবে সার প্রয়োগ ও পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “সরকারের লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষকের আয় নিশ্চিত করা। এ লক্ষ্যে প্রদর্শনী পদ্ধতির মাধ্যমে কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দেওয়া হচ্ছে, যাতে অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হন।”

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ বলেন, “প্রদর্শনী প্লট শুধু ফসল উৎপাদনের জন্য নয়, এটি একটি শিক্ষার মাধ্যম। কৃষকরা এখানে হাতে-কলমে আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখতে পারেন। আমরা চাই প্রতিটি প্রদর্শনী প্লট হোক এলাকার অন্যান্য কৃষকদের জন্য একটি উদাহরণ। এই উদ্যোগের মাধ্যমে শুধু কৃষকের আয় নয়, সমগ্র কৃষি ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা জানান, সরকারিভাবে প্রদত্ত এসব সহায়তা তাদের চাষাবাদে নতুন আশার আলো দেখাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণ পেলে তারা আরও বেশি ফলন আশা করছেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই ধরণের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হলে কৃষি খাত হবে আরও শক্তিশালী ও সমৃদ্ধ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভবন আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে থাকছে না; নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী-মন্ত্রীদের নতুন বাসা খোঁজার উদ্যোগ

SBN

SBN

ঝালকাঠিতে খরিফ-২ মৌসুমে প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

আপডেট সময় ০২:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মোঃ জাহিদ, ঝালকাঠি

ঝালকাঠিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় খরিফ-২ মৌসুমে প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে জৈব ও রাসায়নিক সার এবং বালাইনাশক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকার তিনটি প্রদর্শনীর কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, এসএপিপিও ফনি ভূষণ ঢালী এবং এসএএও মো. ফাইজুল ইসলাম।

কৃষকদের উদ্দেশ্যে অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি বলেন, “প্রদর্শনী যেন সফল ও টেকসই হয়, সে জন্য আধুনিক চাষাবাদ পদ্ধতির পাশাপাশি সঠিকভাবে সার প্রয়োগ ও পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “সরকারের লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষকের আয় নিশ্চিত করা। এ লক্ষ্যে প্রদর্শনী পদ্ধতির মাধ্যমে কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দেওয়া হচ্ছে, যাতে অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হন।”

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ বলেন, “প্রদর্শনী প্লট শুধু ফসল উৎপাদনের জন্য নয়, এটি একটি শিক্ষার মাধ্যম। কৃষকরা এখানে হাতে-কলমে আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখতে পারেন। আমরা চাই প্রতিটি প্রদর্শনী প্লট হোক এলাকার অন্যান্য কৃষকদের জন্য একটি উদাহরণ। এই উদ্যোগের মাধ্যমে শুধু কৃষকের আয় নয়, সমগ্র কৃষি ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা জানান, সরকারিভাবে প্রদত্ত এসব সহায়তা তাদের চাষাবাদে নতুন আশার আলো দেখাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণ পেলে তারা আরও বেশি ফলন আশা করছেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই ধরণের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হলে কৃষি খাত হবে আরও শক্তিশালী ও সমৃদ্ধ।