
মো: বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ক্রীড়া চর্চা উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও ক্রীড়া ক্লাবের মধ্যে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ১১ আগস্ট সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেলের হাতে থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন উপজেলার ২৯টি ক্রীড়া ক্লাব, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবাসহ নানান ধরনের খেলাধুলার সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “সুস্থ দেহ ও সতেজ মন গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলায় যুক্ত হবে, তাদের মানসিক উন্নয়ন তত বেশি হবে। তাই তরুণদের মাঠে ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।